টুইট করে নিজের সুস্থতার কথা জানালেন লতা মঙ্গেশকর

কৌশিক পোল্ল্যে: ৭০ বছরের কেরিয়ার, ৩০ হাজারেরও বেশি গান। দেশ বিদেশের কোটি কোটি অগনিত অনুরাগীরা তার অসুস্থতার খবরে সোশাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে লতা দিদির সুস্থতা কামনা করতে থাকেন।

অপ্রীতিকর আগুনের আঁচ উস্কে এরই মধ্যে লতা মঙ্গেশকরের অফিসিয়াল টুইট্যার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা আছে

“লতা দিদি ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই অসুস্থতার দুঃসময়ে সকলের সহযোগীতা, আশীর্বাদ ও শুভকামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ”।

পোস্ট দেখে সমস্ত লতা অনুরাগীরা উচ্ছাসিত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এর থেকে সহজেই অনুমান করা যায় অসুস্থতা কাটিয়ে লতা দিদি এখন বিপদমুক্ত ও স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন। তবুও ফ্যানেদের সেই ট্যাগ লাইন বারবার কমেন্টবক্সে চোখে পড়ছে, “লতা দিদি, তুম জিও হাজারো সাল”।