টেক বার্তা

লঞ্চ হল ভারতীয় গেম FAU-G, জানুন কিভাবে খেলবেন এই গেম

Advertisement

ভারতীয় গেমারদের জন্য নতুন সুখবর নিয়ে এলো Fau-G। প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে লঞ্চ হয়ে গেল এই নতুন ফৌজি গেম। আগে জানানো হয়েছিল, ভারতে তৈরি এই Fau-G গেম হতে চলেছে পাবজি মোবাইলের দেশীয় বিকল্প। যদিও কোম্পানির তরফ এ দাবি করা হয়েছিল এটি কোনোভাবেই পাবজি মোবাইলের থেকে অনুপ্রাণিত নয়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবারে ভারতে লঞ্চ হয়ে গেল nCore গেমসের ফিয়ারলেস এন্ড ইউনাইটেড গার্ডস।

নিজের টুইটার প্রোফাইলে Fau-G গেমের ভিডিও শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এর মাধ্যমে গেম এর উদ্বোধন করে দিলেন তিনি। টুইটারে এই ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশন লিখেছেন, দেশি পাবজি।

এই গেমটি কোনভাবেই পাবজি মোবাইলের অনুকরণ নয়। কোম্পানি জানিয়েছিল, তারা স্বতন্ত্রভাবে এই গেম মার্কেটে নিয়ে এসেছে। এখানে বেশিরভাগ গেম এপিসোড শুট করা হয়েছে লাদাখে। সেখানে মাল্টিপল প্লেয়ার মোডে আপনি খেলার সুযোগ পাবেন। হাতাহাতি লড়াই থেকে শুরু করে ছুরির লড়াই সব কিছু রয়েছে এই গেমে। তার সাথেও সমস্ত চেনা যাবতীয় যুদ্ধাস্ত্র ব্যবহারের ফিচার থাকছে এই গেমে।

4 মাস আগে থেকে, এই গেমের প্রমো লঞ্চ করা হয়েছিল। অভিনেতা অক্ষয় কুমার প্রথমবার এই গেমের লঞ্চের ব্যাপারে আমাদের সুখবর জানিয়েছিলেন। 24 ঘণ্টার মধ্যে লাখো গেম প্রেমী এই গেমে প্রী রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই গেমের প্রী রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। জানানো হয়েছিল, দুই হাজার কুড়ি সালের শেষের দিকে এই নতুন গেম মার্কেটে আসতে চলেছে। কিন্তু, শেষমেষ সেটা করা হয়নি। কিন্তু গেম প্রস্তুতকারক সংস্থা জানিয়েছিল, 2021 সালের 26 শে জানুয়ারি তারিখে লঞ্চ হলো এই নতুন Fau-G গেম।

তবে জানিয়ে রাখি, যদি আপনার স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৮ এর উপরে না থাকে তাহলে কিন্তু এই গেম আপনি খেলতে পারবেন না। এছাড়াও আইফোন এবং আইপ্যাডে এখনো পর্যন্ত আপনারা এই গেম খেলতে পারবেন না। এখনো পর্যন্ত জানানো হয়নি কবে অ্যাপল অ্যাপ স্টোরে এই গেম আসতে চলেছে.

Related Articles

Back to top button