টেক বার্তা

Dimensity 6080 প্রসেসর সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, জলের দরে বছরের সেরা ফোন লঞ্চ করল Lava

এই হ্যান্ডসেটের সামনের অংশে একটি 6.78-ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করেছে সংস্থাটি।

Advertisement

২০২২ সালে ফোনটির প্রোটোটাইপ লঞ্চ হলেও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে নিজেদের 5G স্মার্ট ফোন লঞ্চ করল লাভা। Samsung দ্বারা অনুপ্রাণিত ডিজাইন এবং Redmi-র মতো ব্যাক গ্লাস প্যানেল সহ Lava Storm 5G নামের এই স্মার্টফোনটি লঞ্চ করেছে সংস্থাটি। দামের প্রসঙ্গে জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক, লাভার নতুন এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে –

আজকের নিবন্ধের প্রথমেই যদি Lava Storm 5G নামের দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, সেক্ষেত্রে এই হ্যান্ডসেটের সামনের অংশে একটি 6.78-ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করেছে সংস্থাটি। আপনি জানলে অবাক হবেন, এই LCD প্যানেলটি 2460 x 1080 পিক্সেল, 396 PPI এবং 120Hz রিফ্রেশ রেট পর্যন্ত রেজোলিউশন দিতে সক্ষম। যা একটি শক্তিশালী ডিসপ্লের পরিচয় বহন করে।

পাশাপাশি, লাভার এই নতুন স্মার্টফোনটি MediaTek Dimensity 6080 চিপ দ্বারা চালিত হবে। যা Android 13 ভার্সন সমর্থন করে এবং Android 14 আপডেট সহ দুই বছরের নিরাপত্তা আপডেট পাবেন গ্রাহকরা। যদি শক্তিশালী এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, এটির পিছনে দুটি দরকারী ক্যামেরা রয়েছে। একটি 50MP প্রাথমিক সেন্সর এবং একটি 8MP আল্ট্রাওয়াইড ইউনিট৷ সামনে একটি 16MP মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে ফোনটিতে।

আমরা যদি Lava Storm 5G স্মার্টফোনের দামের কথা বলি, তবে 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ শক্তিশালী এই স্মার্টফোনটি লাভা ই-স্টোর বা অ্যামাজনে ১৩,৪৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। তবে আগামী ২৮শে ডিসেম্বর ৫০০ টাকা ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন ফোনটি।

Related Articles

Back to top button