Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম টেস্টে এই ক্রিকেটারের জন্য হারতে হল ভারতকে, বললেন লক্ষন

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্ল্যাক ক্যাপসদের কাছে চূড়ান্তভাবে পর্যদুস্ত হয়েছে ভারত। কোনরকমে ইনিংস পরাজয় বাঁচাতে সক্ষম হলেও ১০ উইকেটে বশ্যতা স্বীকার করেছে বিরাট বাহিনী। ম্যাচের শেষে…

Avatar

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্ল্যাক ক্যাপসদের কাছে চূড়ান্তভাবে পর্যদুস্ত হয়েছে ভারত। কোনরকমে ইনিংস পরাজয় বাঁচাতে সক্ষম হলেও ১০ উইকেটে বশ্যতা স্বীকার করেছে বিরাট বাহিনী। ম্যাচের শেষে ভারত অধিনায়ক জানিয়েছেন বোলিং আশানুরূপ ভালো হলেও ব্যাটসম্যানদের প্রদর্শন একেবারেই ভাল হয়নি। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং মায়াঙ্ক আগরওয়াল সামান্য প্রতিরোধ গড়ে তুললেও বাকিরা পুরোপুরি ব্যর্থ।

অপরদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ খারাপ অধিনায়কত্বের জন্য বিরাট কোহলির সমালোচনা করেছেন। এই ম্যাচে বিরাটের অধিনায়কত্বে সেই চিরাচরিত তীক্ষ্মতা দেখা যায়নি বলে জানিয়েছেন লক্ষ্মণ। ফিল্ডিং সাজানো থেকে বোলার পরিবর্তন সবেতেই গলদ রয়েছে বলে মনে করেন লক্ষ্মণ। তিনি জানান, “নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টিম সাউদির আউট হওয়ার পর বিরাট অনেকটা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। যার ফলে কলিন ডি গ্র্যান্ডহোম, জেমিসন ও বোল্ট কিউদের লিড ১৮৩ রানে নিয়ে গিয়ে পৌঁছায়। এই সময় বিরাট একটু আগ্রাসী হলে তা ১০০ এর কমে রাখা সম্ভব হতো।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বড় পর্দায় সৌরভের বায়োপিক, প্রযোজক করণ জোহর

এই সফরে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং প্রর্দশন একেবারেই ভালো হয়নি। ইংল্যান্ড সফরে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বিরাট একা হাতে দুর্গ সামলানোর দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এবার তিনিও ব্যর্থ। তাকে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, “বিরাটকে আরো ধৈর্যশীল ও শান্ত হতে হবে। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর শর্ট বলে ধৈর্য হারিয়ে আউট হয়ে ফিরল বিরাট। কিউয়ি বোলাররা ওকে রান করার সুযোগ দেয়নি। ওর শরীর লক্ষ্য করে বল করা হয়েছে তাতেও ও ধৈর্য হারিয়ে উইকেট দিয়ে চলে এসেছে।”

About Author