Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Leo Box Office: ৫ দিনে ২০০ কোটি আয় থালাপাতির, জানুন কোন দিন কত আয় করল লিও

Updated :  Thursday, October 26, 2023 5:40 AM

বিজয় থালাপাতির দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন বহুয়ানুষ। খুব সম্প্রতি অভিনেতা অভিনীত ‘লিও ‘ মুক্তি পেয়েছে। এই মুহূর্তে এই ছবি রীতিমতো সারা ফেলে দিয়েছে দর্শকদের মাঝে। তবে সূত্র অনুযায়ী খবর ৫ দিনে এই ছবির ২০০ কোটির ব্যাবসা করেছে বক্স অফিসে। এই নিবন্ধের সূত্র ধরে সেই খবরই প্রকাশ্যে এসেছে।

এই ছবির পোস্টের থেকে ট্রেলার সব কিছুই শুরু থেকে সারা ফেলেছিল অভিনেতা ভক্তদের মাঝে। আর ছবির মুক্তির পর ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। তাদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তাদের প্রতিক্রিয়ায়। ১৯’ শে অক্টোবর মুক্তি পাওয়া এই ছবির ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি ছুঁয়েছে। জানুন বিস্তারিত।

এই ছবির বক্স অফিসে শুধুমাত্র রবিবার আয় করেছিল ৪১.৫৫ কোটি। এরপর সোমবারের আয় অনুযায়ী এই লিও কমিয়েছে ২৫ কোটি। সবমিলিয়ে শুধু নিজের ইন্ডাস্ট্রিতেই এই ছবি ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে দিয়েছে। পঞ্চম দিনে এই ছবির আয় ছিল ২০৬.৪০ কোটি টাকা।

খুব সম্প্রতি মুক্তি পাওয়া কিং খানের ‘জাওয়ান’, দক্ষিণী সুপারস্টার রাজনীকান্তের ‘জেলার’কেও টেক্কা দিয়ে গেছে থালাপাতির লিও। বলিউডের ‘মিশন রানীগঞ্জ’, ‘গণপত’এর মতো ছবিগুলোও বিজয় থালাপাতির ‘লিও’র সামনে দাঁড়াতে পারেনি। সেকথা অবশ্য বক্স অফিসের কালেকশন দেখতেই স্পষ্ট হবে। উল্লেখ্য, জনপ্রিয় দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিটি পুরোপুরি অ্যাকশনে ভরপুর। এই ছবিতে সঞ্জয় দত্ত ও তৃষা কৃষ্ণানকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।