নিউজরাজ্য

লকডাউনে বন্ধ চা বাগানে ঢুকলো চিতাবাঘ, আতঙ্ক শিলিগুড়িতে

Advertisement

লকডাউনে বন্ধ চা বাগান। এবার সেই বন্ধ চা বাগানে ঢুকে পড়লো চিতাবাঘ। ঘটনাটি উত্তরবঙ্গের শিলিগুড়ির সংলগ্ন ফাঁসিদেওয়া এলাকায়। ফাঁসিদেওয়া এলাকার হাঁসখোয়ার একটি চা বাগানে একটি চিতাবাঘকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। সাথে সাথেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা যতক্ষণে ঘটনাস্থলে আসেন, চিতাবাঘটি ততক্ষণে গা ঢাকা দিয়েছে চা বাগানের মধ্যে।

লকডাউনের ফলে এখন বন্ধ চা বাগান। শ্রমিকরা যে যার বাড়িতে। এই সুযোগে পাশের জঙ্গল থেকে চা বাগানে ঢুকে পড়ে চিতাবাঘটি। স্থানীয়রা জানাচ্ছেন, কিছুদিন ধরেই হাঁস, মুরগি, ছাগল উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে চা বাগানে একটি চিতাবাঘকে ঘুরতে দেখা যায়। স্থানীয়রা আরও জানাচ্ছেন, চিতাবাঘটি নাকি চা বাগানে সন্তানও প্রসব করেছেন।

এলাকাবাসীর দাবি চা বাগানের চারিদিকে খাঁচা পাতা হোক। তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, চা বাগানের চারিদিকে খাঁচা পাতার কোনো পরিকল্পনা নেই। এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা।

Related Articles

Back to top button