অপেক্ষার অবসান, সেনার হাতে শীঘ্রই আসছে HAL-র বিশেষ কপ্টার

ভারত : এবার লড়াই আরো সহজ, গরম বা ঠান্ডা হিমালয়ের যে কোনও উচ্চতার সমান দক্ষতায় লড়ার পরীক্ষায় পাস করলো হিন্দুস্থান অ্যারোনটিক্সের তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টার বা এলইউএইচ। জানা গিয়েছে যখন…

Avatar

ভারত : এবার লড়াই আরো সহজ, গরম বা ঠান্ডা হিমালয়ের যে কোনও উচ্চতার সমান দক্ষতায় লড়ার পরীক্ষায় পাস করলো হিন্দুস্থান অ্যারোনটিক্সের তৈরি লাইট ইউটিলিটি হেলিকপ্টার বা এলইউএইচ। জানা গিয়েছে যখন ট্রায়াল করা হচ্ছিলো তখন এই বিশেষ কপ্টার সিয়াচেনের অমর ও সোনম হেলিপ্যাডে সাফল্যের সঙ্গে অবতরণ করে। এমনকি সেনাদের পছন্দের কথা মাথায় রেখেই এই  বিশেষ কপ্টারের  ক্ষমতা ও এর যান্ত্রিক সুবিধা তৈরি হয়েছে।

এই পরীক্ষায় সফল হওয়ার আগে প্রায় ১০ দিন হিমালয়ের দৌলত বেগ ওল্ডির উচ্চ উচ্চতা ও প্রবল তাপমাত্রায় ট্রায়াল শেষ করেছে এই বিশেষ কপ্টার। হ্যালের চেয়ারম্য়ান  আর মাধবন জানিয়েছেন, ‘লাইট ইউটিলিটি হেলিকপ্টার এখন সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি”। আশা করা হচ্ছে এই কপ্টারের সাহায্যে শত্রুপক্ষকে সহজেই কাবু করা সম্ভব হবে।