Live Update: “বাংলার মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিল”, কাতরকণ্ঠে হার স্বীকার বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় এর

গত দেড় মাসের ত্রিমুখী মহাযুদ্ধের ফল প্রকাশ আজ। একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা হচ্ছে আজ অর্থাৎ ২ মে রবিবার। আজকের ভোট গণনার ফলাফল দেখার জন্য মুখিয়ে আছে গোটা বঙ্গবাসী। এবার…

Avatar

গত দেড় মাসের ত্রিমুখী মহাযুদ্ধের ফল প্রকাশ আজ। একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা হচ্ছে আজ অর্থাৎ ২ মে রবিবার। আজকের ভোট গণনার ফলাফল দেখার জন্য মুখিয়ে আছে গোটা বঙ্গবাসী। এবার বাংলার মানুষ কি চাইবে প্রত্যাবর্তন না পরিবর্তন? বাংলার মানুষ কি বাংলার মেয়েকে বেছে নেবে না পরিবর্তন বেছে নিয়ে সোনার বাংলা তৈরীর অঙ্গীকারে শামিল হবে? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের ভোট গণনার পর। মোট ২৯৪ আসনের জন্য ৮ দফা নির্বাচন হয়েছিল। আজকে সমস্ত আসনের ভোট গণনা হচ্ছে। এবারের নির্বাচনে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে কিছু কিছু কেন্দ্রে সংযুক্ত মোর্চা তাদের প্রভাব দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। বুথ ফেরত সমীক্ষায় বাংলার মেয়েকেই বাংলার মানুষ বেছে নিয়েছে। কিন্তু আজকের ফলাফলের পর বোঝা যাবে বাংলার মানুষ বাংলার মেয়েকে না বাংলার ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রী হিসেবে চায়?

বিকেল ৪:৪৫: “বাংলার মানুষ হয়তো মমতাকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন”, মন খারাপ করে বললেন বাংলা বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়

বেলা ৪:৩৫: ১৭ রাউন্ড শেষে বিশাল ব্যবধানে হারলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ৪১ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। অন্যদিকে রাজারহাট গোপালপুরে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে অতীন ঘোষ।

বেলা ৪:৩৪: অবশেষে জয়ের স্বাদ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে ঢুকলেন তিনি।

বেলা ৪:২৫: শেষ হাসি হাসলেন মমতা! খেলা শেষ! নন্দীগ্রামে ১২০০ ভোটে জয় লাভ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ৩:৫০: সপ্তদশ গণনার শুরুতেই শুভেন্দুকে ৬০০ ভোটে পেছনে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ৩:৪০: ১৬ দফা গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে ৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।

বেলা ৩:৩০: আসানসোলে তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন হয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে ভাঙ্গরে জয়লাভ করেছেন সংযুক্ত মোর্চা প্রার্থী। সিঙ্গুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না জিতে গেছেন।

বেলা ২:৪০: নন্দীগ্রামে ১২ রাউন্ড গণনার শেষে ৪৬০০ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ২:২৫: বেহাল দশা বঙ্গ বিজেপির। তৃণমূল ২০০ এর বেশি আসনে এগিয়ে আছে। আসতে আসতে বিজেপির সদর কার্যালয় হেস্টিংস ভবন ছাড়ছে ব্যর্থ বিজেপি কর্মকর্তা ও নেতারা।

বেলা ১:৫০: একাদশ দফার পর ৩৩২৭ ভোট লিড করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১:৪৫: বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে। বাংলা চায় দিদিকে।”

বেলা ১:৩২: প্রায় ২০ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ।

বেলা ১:৩০: প্রথম জয়ের খবর এল ঘাসফুল শিবিরে। ১৩৯৯১ ভোটে জয়ী উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা।

বেলা ১২:৩৫: ডোমজুরে এগিয়ে এখন বিজেপি প্রার্থী। অন্যদিকে ১০০ ভোটে এগিয়ে সায়ন্তিকা।

বেলা ১২:৩০: “টেনশন করবেন না, টেনশন করবে অরূপ”, বললেন বাবুল সুপ্রিয়। এদিকে ২০ হাজার ভোটে এগিয়ে অরূপ বিশ্বাস।

বেলা ১২:১৫: নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকলেও সার্বিকভাবে পূর্ব মেদিনীপুরে ১০-৬ এ এগিয়ে তৃণমূল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ১২-৩ এ এগিয়ে তৃণমূল। এছাড়াও পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির।

সকাল ১১:৫৫: আপাতত তৃণমূল এগিয়ে ২০৪ আসনে। বিজেপি এগিয়ে ৮৫ আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে ১ আসনে। এছাড়া অন্যান্য এগিয়ে রয়েছে ২ আসনে।

সকাল ১১:৩৫: কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে কৃষ্ণনগরে কৌশানিকে পিছিয়ে লিড করছেন বিজেপি নেতা মুকুল রায়।

সকাল ১১:৩০: ষষ্ঠ রাউন্ড গণনার পর ফের ব্যবধান বাড়িয়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। এবার লিড ৭২৬২।

সকাল ১০:৪৫: রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। অন্যদিকে বিধাননগরে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী সব্যসাচী। এছাড়া ডেবরায় এগিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। বরং পিছিয়ে আছেন ভারতী ঘোষ।

সকাল ১০:৪০: নন্দীগ্রামে ব্যবধান কমালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে যেখানে শুভ্যেন্দুর সাথে ব্যবধান ৮০০০হয়ে গিয়েছিল সেখানে চতুর্থ রাউন্ডে ব্যবধান মাত্র ৪০০০।

সকাল ১০:৪০: নির্বাচন কমিশনের অফিশিয়াল তথ্য অনুযায়ী বর্তমানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৯ আসনে। বিজেপি ৬২ আসনে। নির্দল প্রার্থী ২ আসনে। আইএসএফ ১ আসন।

সকাল ১০:৩০:  বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে গননা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ৫৫০০ ভোটে লিড করছেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় ১০৯৯ ভোটে এগিয়ে আছেন।

সকাল ১০:১০: আপাতত তৃণমূল এগিয়ে রয়েছে ১৭১ টি আসনে। বিজেপি এগিয়ে ১১৫ আসনে। এছাড়া সংযুক্ত মোর্চা এগিয়ে ৬ টি আসনে।

সকাল ১০:০০: কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাভেদ খান ১২ হাজার ভোটে এগিয়ে আছেন।

সকাল ৯:৫৫: মমতাকে আরও পেছনে ফেললেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডে অনেকটাই লিড বেড়ে গেল শুভেন্দুর। বর্তমানে তিনি মমতার থেকে প্রায় ৪৫০০ ভোটে এগিয়ে আছেন।

সকাল ৯:৪৫: আপাতত তৃণমূলের লিড সেঞ্চুরি করল। ১১৪ আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে ৮৫ আসনে এগিয়ে গেরুয়া শিবির।

সকাল ৯:৪০: দ্বিতীয় রাউন্ড চলাকালীন একাধিক বিধানসভা কেন্দ্র যেমন চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘি, ইটাহারে এগিয়ে রয়েছে তৃণমূল।

সকাল ৯:৩৫: প্রাথমিক ট্রেন্ডে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বর্তমানে লিড ১৪৯৭ ভোটের।

সকাল ৯:৩০: লিড বাড়ল তৃণমূলের। প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস আপাতত এগিয়ে ৮২ আসনে। ৬৯ টি আসনে এগিয়ে বিজেপি। ২ টি আসনে সংযুক্ত মোর্চা।

সকাল ৯:২০: তৃণমূলে এগিয়ে: বালিগঞ্জ কেন্দ্র থেকে সুব্রত মুখোপাধ্যায়, কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম। এছাড়া বালিগঞ্জ, খড়গপুর সদর, করণদিঘি, হেমতাবাদ, বাদুড়িয়া ও হাড়োয়াতে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে।

সকাল ৯:১০: এবারের নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন। ইতিমধ্যেই জানা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন।

সকাল ৮:৩০: এবারে প্রথমে পোস্টাল ব্যালটে গোনা হবে এবং তারপরই ইভিএম খোলা হবে।

সকাল ৮:২০: ভবানীপুর কেন্দ্রে পার্টি বা এজেন্ট ছাড়াই স্ট্রং রুম থেকে পোস্টাল ব্যালটে বের করে আনার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

সকাল ৮:০০: শুরু হলো একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব।