Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে গৃহবন্দি রানু মন্ডল সারাদিন কি করে কাটাচ্ছেন, রইল খুঁটিনাটি

মলয় দে নদীয়া: সোশ্যাল মিডিয়ার দৌলতে রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা রানু মন্ডলের গান পৌঁছে গিয়েছিল ২৫ লক্ষ মানুষের কাছে। তার গান ভাইরাল হওয়ার পর রাতারাতি তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন। যার…

Avatar

মলয় দে নদীয়া: সোশ্যাল মিডিয়ার দৌলতে রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা রানু মন্ডলের গান পৌঁছে গিয়েছিল ২৫ লক্ষ মানুষের কাছে। তার গান ভাইরাল হওয়ার পর রাতারাতি তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন। যার অধিকাংশ সময় কাটতো রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে তার গানের জাদুতে রাতারাতি স্টার প্লেব্যাক সিঙ্গার হিসাবে মুম্বাই তে হিমেশ রেশমিয়ার এর সঙ্গে গান এর পর তার সাধারণ মানুষের সাথে কথা বলার মতো ফুরসত মিলত না। বাড়িতে আসলেই ভিড় ক্যামেরার ঝলকানি উপছে পড়ত।

গত বছর অক্টোবর মাসে ও ডিসেম্বর মাসে কুয়েত ও আবুধাবী তে গানের অনুষ্ঠানে প্লেনে যাতযাত করতেন সেই রানু মন্ডল। লকডাউন ও করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি না পারছেন কোথাও যেতে না পারছেন অনুষ্ঠান করতে। তিনি বলেন, “অতীত ভুলতে নেই আর ভগবানের প্রতি ভরসা রাখতে হয় তিনি যা মনে করবেন তাই হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেশ বুঝতে পারছি এখন আর কেউ দু একজন ছাড়া খোঁজ খবর কেউ নেয় না। তবে ভগবান আস্তে আস্তে সব ঠিক করে দেবেন।ভগবানই পারেন।”

About Author