ক্রিকেটখেলা

ব্রিসবেনে ঐতিহাসিক জয় ভারতের, জানুন ভারতের কিছু অবিশ্বাস্য রেকর্ড

Advertisement

ব্রিসবেন: ৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করল ভারত (India)। ঐতিহাসিক টেস্ট (Test) সিরিজ জয় ভারতের। তাও আবার বিরাট (Virat Kohli) সহ বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়ারকে ছাড়াই। এই জয়কে এক কথায় বলা যায়, সিংহের গুহায় ঢুকে সিংহ বধ। অস্ট্রেলিয়ার (Australia) ব্রিসবেনে ৩২ বছরের কোনও টেস্ট ম্যাচ হারেনি। আর এই মাঠেই ভারত কোনওদিনই জেতেনি। এবার সেই রেকর্ডকেই চূর্ণ করল বিরাটহীন রাহানে বাহিনী। তবে শুধু ম্যাচ বা সিরিজে তাই নয়, এর পাশাপাশি একাধিক আকর্ষণমূলক রেকর্ড করেছে ভারত। তবে রেকর্ড গড়ার ক্ষেত্রে পিছিয়ে নেই অস্ট্রেলিয়া। অজি তারকারাও বেশ কিছু রেকর্ড করেছে এই টেস্ট সিরিজে।

এবার এক নজরে দেখে নিন কী কী রেকর্ড গড়ে উঠেছে।…

● ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে আজ ৩০তম জয়লাভ করে।

● অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জয় পাওয়ার সঙ্গেই ভারতীয় দল পরপর দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল।

● ভারতীয় দল ব্রিসবেনের মাঠে জয় পাওয়ার সঙ্গেই এই মাঠে নিজেদের প্রথম জয় হাসিল করেছে।

● অস্ট্রেলিয়ার দল এই মাঠে ৩২ বছর ধরে অজেয় ছিল, শেষবার অস্ট্রেলিয়াকে ওয়েস্টইন্ডিজ ১৯৮৮ সালে হারিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া নিয়মিত এই মাঠে ম্যাচ জিতেছে। ভারত ৩২ বছরের অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দেয় আর ম্যাচে জয় হাসিল করে।

● ঋষভ পন্থ ব্রিসবেন টেস্ট ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করে নিজের ক্রিকেট কেরিয়ারের ১০০০ রান পূর্ণ করেন।

● ঋষভ পন্থ ব্রিসবেন টেস্টে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ আর এই সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন।

● মহম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে ১৯.৩ ওভার বোলিং করে ৭৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার মাঠে দুর্দান্ত বোলারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন।

● মহম্মদ সিরাজ এই সিরিজে মোট ১৩টি উইকেট হাসিল করেছেন। তিনি ভারতের হয়ে অস্ট্রেলিয়ায় ডেবিউ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গিয়েছেন।

● টেস্টে জানুয়ারি ২০১৮ থেকে জোরে বোলারদের দ্বারা নেওয়া সর্বাধিক ৫ উইকেট।

● রোহিত শর্মা ব্রিসবেন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি ক্যাচ নিয়েছেন।

● চেতেশ্বর পুজারা এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করে ৫৬ রান করেছেন। এর সঙ্গেই তিনি নিজের টেস্ট কেরিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি করেছেন।

● শুভমান গিল এই ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেন। এর সঙ্গেই তিনি নিজের ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন।

● ওয়াশিংটন সুন্দর এই ম্যাচের প্রথম ইনিংসে ৬২ আর দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন। এর সঙ্গেই তিনি ৪টি উইকেট নিয়েছেন।

Related Articles

Back to top button