Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউড অভিনেত্রীর চেয়ে সুন্দরী ঈশান কিষাণের বান্ধবী, দেখলে হুস উড়বে, দেখুন তাঁর ছবি

Updated :  Monday, September 4, 2023 8:49 AM

ভারতের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সাথে এশিয়া কাপ খেলতে ব্যস্ত রয়েছেন। শ্রীলংকার মাটিতে প্রথম ম্যাচেই ধ্বংসাত্মক পারফরমেন্স করে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি। তবে শুধুমাত্র দুর্দান্ত পারফরমেন্সের জন্য নয়, বিগত বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবনের জন্য সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন ঈশান কিষাণ।

আর এর প্রধান কারণ ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের ঘনিষ্ঠ বান্ধবী অদিতির ছবি প্রকাশ্যে এসেছে। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই জুটি প্রায়ই ইনস্টাগ্রামে নিজেদের ছবি শেয়ার করে থাকেন। যা নেট প্রেমীদের বিনোদনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অদিতির সৌন্দর্যে মোহিত হয়ে তাকে নিয়ে আলোচনায় থাকতে বেশ পছন্দ করেন নেটিজেনরা।

বলিউড অভিনেত্রীর চেয়ে সুন্দরী ঈশান কিষাণের বান্ধবী, দেখলে হুস উড়বে, দেখুন তাঁর ছবি

এই নিবন্ধে আমরা আপনাদের বলি ভারতীয় এই ক্রিকেটারের গার্লফ্রেন্ডের সৌন্দর্যের কাছে নগণ্য বলিউড অভিনেত্রীর সৌন্দর্য, এমনটাই মনে করছেন নেট প্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, প্রায় বছর তিনেক আগে ঈশান কিষাণ তার গার্লফ্রেন্ডের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এর পেছনে আসল কারণ ছিল, মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলার সময় ঈশান কিশানের গার্লফ্রেন্ড তাকে সাপোর্ট করার জন্য গ্যালারিতে উপস্থিত ছিলেন। আর সেখান থেকেই বিষয়টি বারবার সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে।

আপনাদের বলি, ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের সুন্দরী গার্লফ্রেন্ডের নাম অদিতি হুন্ডিয়া। জেনে অবাক হবেন, অদিতি একজন জনপ্রিয় মডেল এবং সৌন্দর্যের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। একজন সুপ্রতিষ্ঠিত মডেল হওয়ার পাশাপাশি অদিতি ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হওয়ার খেতাব জিতেছে। পাশাপাশি ২০১৮ সালে তিনি মিস সুপার ন্যাশনাল ইন্ডিয়া খেতাব নিজের নামে করে নিয়েছেন। অদিতি হুন্দিয়া তার স্কুল জীবন শেষ করেছেন ইন্ডিয়া ন্যাশনাল স্কুল থেকে। পাশাপাশি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্য বিভাগে ডিগ্রি অর্জন করেছেন তিনি।