চালু হল LPG ATM পরিষেবা, এখন নিজের প্রয়োজনমতো গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন

এবার এলপিজি (Liquefied Petroleum Gas) গ্রাহকদের জন্য এলো দারুণ সুবিধা! ভারতে প্রথমবারের মতো চালু হলো LPG ATM, যেখানে যেকোনো সময় গ্রাহকরা সহজেই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। রাজধানী দিল্লির দ্বারকার…

Avatar

এবার এলপিজি (Liquefied Petroleum Gas) গ্রাহকদের জন্য এলো দারুণ সুবিধা! ভারতে প্রথমবারের মতো চালু হলো LPG ATM, যেখানে যেকোনো সময় গ্রাহকরা সহজেই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। রাজধানী দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫’-এ ভারত গ্যাস প্রথম AI-সক্ষম LPG ATM চালু করেছে।

LPG ATM কীভাবে কাজ করে?

‘Any Time Gas Cylinder’ (ATG) পরিষেবা চালু হওয়ার পর, গ্রাহকদের আর গ্যাস সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে না। এখন গ্রাহকরা নির্দিষ্ট গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিনে গিয়ে সহজেই রিফিল করা সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

ভারত গ্যাসের এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান জানিয়েছেন, বর্তমানে বেঙ্গালুরুতে এই পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে। ভবিষ্যতে দিল্লি, জয়পুর ও মুম্বাই-তে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

LPG ATM ব্যবহার পদ্ধতি

1. গ্রাহককে খালি সিলিন্ডার ভেন্ডিং মেশিনের ওজন স্কেলে রাখতে হবে।
2. AI-সক্ষম ক্যামেরা সিলিন্ডার পরীক্ষা করবে এবং বৈধতা নিশ্চিত হলে স্ক্রিনে একটি বার্তা দেখা যাবে।
3. এরপর গ্রাহককে সিলিন্ডারটি MT চেম্বারে রাখতে হবে।
4. গ্রাহককে পর্যালোচনা ও অর্থ প্রদান করতে হবে।
5. সফল পেমেন্টের পর, গ্রাহক নতুন রিফিলকৃত সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।

‘ইন্ডিয়া এনার্জি উইক’ ইতিমধ্যেই এই নতুন পরিষেবা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে LPG ATM-এর মাধ্যমে গ্যাস রিফিল করার প্রক্রিয়া দেখানো হয়েছে। খুব শীঘ্রই, এই পরিষেবা দেশের অন্যান্য শহরেও চালু করা হবে, যা গ্রাহকদের জন্য গ্যাস সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।