খেলাক্রিকেট

RCB Vs LSG: ২২ গজের মহারণে আজ মুখোমুখি লখনউ-ব্যাঙ্গালোর, দেখে নিন দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

আইপিএলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজস্থানকে পরাস্ত করে সরাসরি আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গুজরাট টাইটান্স। রাজস্থানকে ৭ উইকেটে পরাস্ত করেছে দলটি।

Advertisement

চলতি টুর্নামেন্টের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়েন্টস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুটি দল চলতি আইপিএলে রাজস্থানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার লক্ষ্যে মাঠে নামবে আজ। ইতিপূর্বে গতকাল আইপিএলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাজস্থানকে পরাস্ত করে সরাসরি আইপিএলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে গুজরাট টাইটান্স। রাজস্থানকে ৭ উইকেটে পরাস্ত করেছে দলটি।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী দলটি আমেদাবাদে রাজস্থানের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। চলতি আইপিএলে বেশ ছন্দেই রয়েছে লখনউ সুপার জায়েন্টস। অন্যদিকে প্রায় ভাগ্যের উপর নির্ভর করে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে সবার নজর কেড়েছেন রান মেশিন বিরাট কোহলি। ব্যাঙ্গালোরের জয়ের জন্য বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস আশা শুভ সংকেত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল চলতি আইপিএলে ইতিমধ্যে দুটি শতরানের ইনিংস খেলে ফেলেছেন। তাছাড়া তার ওপেনিং পার্টনার কুইন্টন ডি কক চলতি আইপিএলে সবচেয়ে লম্বা রানের ইনিংস খেলেছেন। তাই আজকের ম্যাচে দুটি দলের মধ্যে দুর্দান্ত লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাছাড়া আজকের ম্যাচে পরাজিত দলটি বিদায় নেবে চলতে আইপিএল থেকে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ দেখে নিন এক নজরে-

লখনউ সুপার জায়েন্টসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কুইন্টন ডি কক, কে এল রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতাম, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই।

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক, মহিপাল লোমর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা হর্ষাল প্যাটেল/আকাশ দীপ, সিদ্ধার্থ কৌল/মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড।

Related Articles

Back to top button