Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাইটেক ফিচারের সাথে লাঞ্চ হল Hero Splendor Plus Xtec, দেখে নিন নতুন ফিচার

Updated :  Saturday, May 21, 2022 8:13 PM

বৃহস্পতিবার হিরো মোটোকর্প কোম্পানি নিজের নতুন বাইক স্প্লেন্ডার প্লাস XTEC লঞ্চ করে দিয়েছে ভারতের ক্রেতাদের জন্য। ৭২,৯০০ টাকার এক্স শোরুম প্রাইস আপনি পেয়ে যাবেন এই বাইক। এই বাইকে কোম্পানি দাবি করেছে নতুন কিছু টেকনোলজি এবং ফিচার ব্যবহার করা হয়েছে এই নতুন বাইকের সাথে। সাথেই এই বাইকে আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বাইকের কিছু স্পেশাল ফিচার এবং কোন কোন টেকনোলজি থাকছে এই বাইকের সঙ্গে।

আপনাদের জানিয়ে রাখি, এই নতুন বাইকের সাথে আপনি পেয়ে যাবেন টেকনোলজি এবং ফিচারের একটি কম্বিনেশন। এই নতুন বাইকে আপনাদের জন্য থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং এসএমএস অ্যালার্ট, real-time মাইলেজ ইন্ডিকেটর, লো পজিশন ল্যাম্প, ইউএসবি চার্জার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, এবং ডিজিটাল মিটার। এছাড়াও অত্যন্ত জনপ্রিয় i3s টেকনোলজী নিয়ে আসবে এই নতুন বাইক।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন লো এলইডি পজিশন ল্যাম্প এবং নতুন কিছু গ্রাফিক্স ডিজাইন। যদিও এই নতুন বাইকের প্রোফাইল বর্তমানে যে বাইক চলছে সেরকমই। এই বাইকে পেয়ে যাবেন আপনি দুর্দান্ত কিছু কালার অপশন। এর মধ্যে অন্যতম হলো স্পার্কলিং বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক, টর্নেডো গ্রে এবং পারল হোয়াইট।

এই বাইকে সেফটির জন্য সাইড স্ট্যান্ড ভিজুয়াল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এছাড়াও ইঞ্জিন cut-off রয়েছে এই নতুন বাইকে। নতুন স্প্লেন্ডার প্লাস বাইক আপনারা পেয়ে যাবেন একটি ব্যাক অ্যাঙ্গেল সেন্সর। এর সাথেই থাকছে ৯৭.২ সিসি ক্ষমতা বিশিষ্ট বিএস সিক্স কম্প্লেন্ট ইঞ্জিন। এই ইঞ্জিন ৭,০০০ আরপিএম গতিতে ৭.৯ বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং ৬,০০০ আরপিএম গতিতে ৮.০৫ ন্যানোমিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারে।