মা দুর্গার মুখে মাস্ক, অভিনব ভাবনা বীরভূমের সাঁইথিয়ায়

বীরভূম: করোনা পরিস্থিতির মধ্যেই এবারে দুর্গোৎসব হতে চলেছে। রাত পোহালেই মায়ের বোধন। সকলের এ বছর একটাই প্রার্থনা, করোনামুক্ত পৃথিবী করে নিয়ে যাক মা। রাজ্যে পুজো হওয়া নিয়ে বা ভিড় নিয়ন্ত্রণ…

Avatar

বীরভূম: করোনা পরিস্থিতির মধ্যেই এবারে দুর্গোৎসব হতে চলেছে। রাত পোহালেই মায়ের বোধন। সকলের এ বছর একটাই প্রার্থনা, করোনামুক্ত পৃথিবী করে নিয়ে যাক মা। রাজ্যে পুজো হওয়া নিয়ে বা ভিড় নিয়ন্ত্রণ করা নিয়ে জনস্বার্থ মামলার রায় ইতিমধ্যেই দিয়ে ফেলেছে হাইকোর্ট। সব মিলিয়ে করা বিধিনিষেধ মেনে এ বছর মাকে আরাধনা করতে হবে, এমনটা বলাই যায়। অবশ্য বিধিনিষেধের প্রয়োজনীয়তা আছেও। সমাজের চারপাশে এমন অনেক অসচেতন মানুষ আছে, যাদের সচেতন করেও মাস্ক পড়ানো যায় না। করোনাবিধি মানানো যায় না। আর তাই এবার বীরভূমের সাঁইথিয়ায় এক দুর্গাপুজো মন্ডপের মা দুর্গা এবং তাঁর সন্তানদের মুখে মাস্ক দেখা গেল।

করোনা ভাইরাস বা করোনা পরিস্থিতি সব কিছু নিয়েই এবারের বিভিন্ন পূজা কমিটি নিজস্ব ভাবনায় তাদের শিল্পীসত্তা তুলে ধরছে। এমনই এক ভাবনা ভেবেছে বীরভূমের সাঁইথিয়ার এক পুজো কমিটি। সেখানে সকলকে মাস্ক পড়ার জন্য সচেতন করার বার্তা দেওয়া হয়েছে। আর এই বার্তা দেওয়ার জন্য মা দুর্গা, লক্ষ্মী-গণেশ, কার্তিক-সরস্বতী এমনকি অসুরের মুখেও মাস্ক পড়া দেখানো হয়েছে।

সাবেকিয়ানার প্যান্ডেলে একচালার ঠাকুর এখানে অধিষ্ঠিত হয়েছেন। নীলাভ-রুপালি আভায় মায়ের সাজসজ্জা যেন অপরূপ দৃষ্টি কাড়ছে। আর তারমধ্যে মা দুর্গা এবং তাঁর সন্তানদের মুখের সাদা রঙের মাস্ক দেখানো হয়েছে, যা মাস্ক পরা নিয়ে সচেতনতা বার্তা প্রদান করছে। আর এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েছে বিশেষজ্ঞ মহল।

About Author