ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের দারুণ উদ্যোগ, প্রতি মাসে পাবেন পেনশন

Advertisement

সংগঠিত সেক্টরে কর্মরত ব্যক্তিদেরও পিএফ স্কিম রয়েছে। কিন্তু দেশের দরিদ্র ও শ্রমজীবী মানুষকে জীবিকা নির্বাহের জন্য অনেক সংগ্রাম করতে হয়। সেই সঙ্গে তাদের আয়ের কোনো সঠিক উৎসও নেই। কেন্দ্রীয় সরকার দরিদ্র, শ্রমিক এবং দেশের অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত লোকদের সহায়তা করছে। এজন্য সরকারের পক্ষ থেকে অনেক প্রকল্প চালু করা হয়েছে। কর্মীরা কেন্দ্র সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন।

শ্রমিক কল্যাণে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা পরিচালনা করছে। এই প্রকল্পটি বিশেষত অসংগঠিত ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করার জন্য শুরু করা হয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় বিনিয়োগ করতে পারবেন। অসংগঠিত ক্ষেত্রের কোনো শ্রমিকের বয়স ১৮ বছর হলেও সে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে।

pension

আপনি প্রতিদিন ১.৮৩ টাকা সাশ্রয় করতে পারেন। এর পাশাপাশি আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা বিনিয়োগ করতে হবে। ৬০ বছর বয়সে আপনি মাসিক ৩ হাজার টাকা পেনশন পাবেন। এই পরিস্থিতিতে আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করে প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন পেতে চান তবে আপনি শ্রমযোগী মঙ্গন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://maandhan.in/ আবেদন করতে পারেন।

এই প্রকল্পের জন্য আবেদন করার প্রক্রিয়াটি বেশ সহজ। এতে আপনাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। দেশের অনেক মানুষ এই স্কিমের জন্য আবেদন করে অর্থ বিনিয়োগ করছেন।এই প্রকল্পে আবেদন করার জন্য, আপনার অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। এর মধ্যে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, পরিচয়পত্র, লেনদেনের ঠিকানা, আয়ের শংসাপত্র ইত্যাদি নথি রয়েছে।

Related Articles

Back to top button