Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড়সড় ধাক্কা তৃণমূল শিবিরে, সারদা কাণ্ডে ইডির নোটিশ পেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র

Updated :  Friday, March 12, 2021 3:16 PM

কুনার ঘোষের পরে এবারে নোটিশ পেলেন মদন মিত্র। সারদা মামলায় এবারে ইডির কাছ থেকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো মদনকে। এবারে তৃণমূল নেতা মদন মিত্র কে সরাসরি তলব পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কামারহাটি তৃণমূল প্রার্থীকে আগামী ১৮ মার্চ তারিখে হাজিরা দিতে বলা হয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে।

এছাড়াও আরও এক নেতা সমীর চক্রবর্তী সারদা মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন। দিন কয়েক আগে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছিল। আর এবারে পালা হলো মদন মিত্রের।

জানিয়ে রাখা ভাল, সারদাকাণ্ডে জেল থেকে জামিনে মুক্ত হবার পরে একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই মদন মিত্র কে হাজিরা দেওয়ার জন্য তলব পাঠিয়েছিল। কিন্তু এবারে একদম নির্বাচনের মুখে ইডি তাকে তলব করেছে। ফলে অন্য রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সারদাকাণ্ডে গ্রেফতার হয়ে জেলে বন্দী ছিলেন মদন মিত্র। তখন সিপিআইএম নেতা মানস মুখোপাধ্যায় তাকে হারিয়ে ছিলেন কামারহাটি কেন্দ্র থেকে। তৃণমূল বারবার অভিযোগ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। সেই অভিযোগ আরো কিছুটা অক্সিজেন পেল মদন মিত্র কে ইডির তলবের পরে।