কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র, স্থানান্তর করা হল বেসরকারি হাসপাতালে
আজ সকালে শ্বাসকষ্টের জন্য তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে
করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ৩ দফা নির্বাচন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে। তবে এই মুহূর্তে করোনার প্রকোপে অতিষ্ঠ গোটা ভোট বাংলা। বাংলাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গন্ডির কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে কিছুদিন আগে পঞ্চম দফার নির্বাচনের দিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র হঠাৎ করেই বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হলে তৃণমূল কার্যালয়ে নিয়ে এসে তাকে অক্সিজেন দেওয়া হয়। সেদিন ঠিক হয়ে গেলেও আজ আবারো শ্বাসকষ্ট নিয়ে সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র।
এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই সম্প্রতি জানা গেছে মদন মিত্রের শরীরের ধরা পড়েছে কোভিড নিউমোনিয়া। তার এইটআরসিটি যন্ত্রে পরীক্ষা করার পর ধরা পড়ে এই রোগ। তার ৮ লিটার অক্সিজেন সেচুরেশন রয়েছে। এছাড়া অক্সিজেন মাক্স ছাড়া তার শরীরে অক্সিজেনের মাত্রা ৮০ তে নেমে এসেছে যা অত্যন্ত বিপদজনক। সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বর্তমানে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চম দফার নির্বাচনের দিন সারাদিন তিনি বাইকে চড়ে তার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তারপর বিকেলে হঠাৎ করে তার শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভূত হয়। তারপর তাকে রথতলা তৃণমূল ভবন কার্যালয়ে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হয়। তারপর তিনি কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আজ ফের শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।