Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘আলো মানেই ফিলিপ, পাগলা মানে দিলীপ’, ফেসবুক লাইভে এসে নজিরবিহীন কটাক্ষ মদন মিত্রের

Updated :  Friday, May 7, 2021 3:19 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচনী ফলপ্রকাশে মমতা ম্যাজিক কাজ করেছে গোটা বাংলায়। মমতা সরকার ২১৩ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিজেপির বিজয়রথ থেমে গেছে ৭৭ আসনেই। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে বড় মার্জিনে জয়লাভ করেছেন মদন মিত্র। তবে বিজয়ী বিধায়ক হিসেবে খবরের শিরোনামে তিনি আসলেও বর্তমানে বেশিরভাগ সময় তার চটপটি কথার জন্য তিনি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যান। সম্প্রতি ফেসবুকে তার একটি নতুন কথা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। তিনি এদিন সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মূলত গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের কটাক্ষ করেছেন। তবে সেদিন ফেসবুক লাইভে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নজিরবিহীন কথা বলেছেন।

গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করেছিলেন রাজভবনে। সেদিনই সকাল-সকাল দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলেন মদন মিত্র। দক্ষিনেশ্বর থেকে ফেসবুক লাইভে এসে তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “রোজ তলোয়ার দেখাতেন না দীলিপবাবু! খালি বলতেন যে বুঝে নেব। কোথায় গেল? আলো মানেই ফিলিপ, আর পাগলা মানেই দিলীপ। এদের কোন উত্তর হয়?”

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট ২১৩ টি আসন পেয়েছে। অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপি ৭৭ আসনে থেমে গেছে। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্র ৪৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।