আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হচ্ছে। আগামীকাল লকডাউনের জন্য মার্কশিট দেওয়া হবে না। শুক্রবার আবার মার্কশিট দেওয়া হবে। এদিকে আগস্ট মাসে শুরু হবে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। যে কদিন ভর্তি প্রক্রিয়া চলবে, সেই দিনগুলিতে প্রতিদিন নূন্যতম ৫০ শতাংশ শিক্ষকের উপস্থিতির নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই সংক্রমণ রুখতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রতি সপ্তাহে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ থাকবে।
এই বছর করোনা সংক্রমণের জেরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছিল। এমনকি পরীক্ষার মার্কশিট ও সেদিন দেওয়া হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দিষ্ট দিনে অভিভাবকদের মার্কশিট আনার অনুমতি দেওয়া হয়েছিল। সেইমত আজ মার্কশিট দেওয়া হচ্ছে। আবার শুক্রবার দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।