খেলাক্রিকেট

MS Dhoni: পুলিশ কর্তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন ধোনি! শুনানি বৃহস্পতিবার

২০১৩-২০১৪ সালে ভারতীয় প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় দায়ে নাম জড়ায় মহেন্দ্র সিং ধোনি সহ তার দল চেন্নাই সুপার কিংসের।

Advertisement

১০০ কোটি টাকার মামলা, তাও আবার মানহানির! শুনে নিশ্চয়ই অভাব হচ্ছেন? তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, ঠিক এমন ঘটনা ঘটিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যার পর থেকে সংবাদমাধ্যমের আলোচনায় রয়েছেন তিনি। জানা গেছে, পুলিশ কর্মকর্তার বিপক্ষে করা মানহানির মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। মাদ্রাজ হাই কোর্ট জানিয়েছে, ১৫ জুন, বৃহস্পতিবার ধোনির মামলার শুনানি হবে।

উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালে ভারতীয় প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় দায়ে নাম জড়ায় মহেন্দ্র সিং ধোনি সহ তার দল চেন্নাই সুপার কিংসের। যে ঘটনা তদন্ত করার পর দুই বছর আইপিএল থেকে সাসপেন্ড হয় চেন্নাই সুপার কিংস। আর এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন তামিলনাড়ু ক্যাডারের আইপিএস অফিসার সম্পথ কুমার। তিনি জানিয়েছিলেন, সমস্ত ঘটনার পেছনে মহেন্দ্র সিং ধোনির হাত রয়েছে। যদিও সেই ঘটনার সত্যতা প্রমাণিত হয়নি।

তবে তার দল যে গড়াপেটায় দায়ে শাস্তি পায়নি এমনটা নয়, (২০১৬-২০১৭) টানা দুই মরশুম আইপিএল থেকে নির্বাসিত করা হয় চেন্নাই সুপার কিংসকে। যদিও দুই বছর পর আইপিএলে রাজার মতো প্রত্যাবর্তন করেন মহেন্দ্র সিং ধোনি। তবে এদিন মহেন্দ্র সিং ধোনির তরফ থেকে বলা হয়, সেই সময় এই বিশেষ মামলা বিচারাধীন ছিল। আর তখন তার নাম নিয়ে আদালত অবমাননা করেছিলেন সম্পথ। যে কারণে অপমানিত হয়ে মহেন্দ্র সিং ধোনি তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।

উল্লেখ্য, মামলা করার আগে তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেল আর শন্মুগসুন্দরমকে চিঠিতে সব কিছু জানিয়ে ছিলেন ধোনি। বিষয়টি জানানোর পর অ্যাডভোকেট জেনারেল মামলা করার জন্য অনুমতি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। এবার দীর্ঘ কয়েক বছর পর সেই পুরনো মামলার শুনানির তারিখ ঘোষণা করেছে মাদ্রাসা হাইকোর্ট। জানা গেছে, আগামীকাল সম্পদের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনির করা ১০০ কোটি টাকার মানহানির মামলার শুনানি হবে।

Related Articles

Back to top button