সারা দেশ জুড়ে চলছে লক ডাউন বিধি। যান চলাচল পরিষেবা বন্ধ, রাস্তাঘাট জনশূন্য। এমত অবস্থায় ঘরে বন্দী সকলেই। করোনার প্রকোপের ফলে বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক জীবন যাপন। প্রতিদিনের মতো আর টিভি খুললেই ধারাবাহিকগুলির নতুন পর্ব দেখা যাচ্ছে না। দেখা যাবেই বা কী করে।
যেখানে করোনার প্রকোপ সর্বত্র, সেখানে ধারাবাহিকের নতুন কাজ বন্ধ রয়েছে আপাতত। যার ফলে ক্ষুদে থেকে বৃদ্ধ সকলেই নাজেহাল, চার দেওয়ালের মধ্যে। এরই মাঝে সমস্ত সরকারি ও বেসরকারি চ্যানেলগুলি তাদের পুরোনো ধারাবাহিকগুলি আবার ফিরিয়ে আনছে। এ যেনো ঠিক পুরোনো দিনের সেই স্বর্ণে মুড়িয়ে রাখা অতি জনপ্রিয় ধারাবাহিকগুলি।
সেগুলোই ফিরিয়ে আনছে টিভি চ্যানেলগুলি। এরমধ্যে কালার্স বাংলা ছোটোদের মুখে হাসি ফোঁটাতে নিয়ে আসছে সকাল ৯ টায় ‘গাট্টু বাট্টু’ ও ‘মোটু পাতলু।’ এছাড়া আসছে মনসা, মহাপ্রভু শ্রীচৈতন্য। এছাড়া দুপুর ২ টো এবং রাত ৯ টায় দেখতে পাওয়া যাবে বাংলা ছবি।