মহেন্দ্র সিং ধোনি কলকাতায় এসে বউয়ের কিনলেন বিশেষ উপহার

দুদিনের জন্য কলকাতায় এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ফিরে যাওয়ার সময় বউয়ের জন্য কিনে নিয়েছেন নেকলেস, নিজের জন্য কিনেছেন ঠাকুরের ছবি ওয়ালা একটি লকেট। কলকাতায় এসে লাঞ্চ বা ডিনারের বাঙালিয়ানা খাবার…

Avatar

দুদিনের জন্য কলকাতায় এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ফিরে যাওয়ার সময় বউয়ের জন্য কিনে নিয়েছেন নেকলেস, নিজের জন্য কিনেছেন ঠাকুরের ছবি ওয়ালা একটি লকেট।

কলকাতায় এসে লাঞ্চ বা ডিনারের বাঙালিয়ানা খাবার না খেলেও প্রচুর পরিমাণে কাবাব চেখে দেখেছেন মাহী। তবে ফিরনি খেতে চেয়েছিলেন তিনি শেষ পাতে।মাহী যখন ফিরনি খেতে চান উদ্যোক্তাদের কাছে, তখন উদ্যোক্তারা যে কোন প্রকারে তার মনোবাঞ্ছা পূরণ করেছেন, পাশের ধাবা থেকে নিয়ে এসেছেন সুন্দর ফিরনি।

তবে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি, কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই অগত্যা মিষ্টি ছাড়াই মাহিকে ফিরতে হল রাঁচিতে।