Today Trending Newsক্রিকেটখেলা

১৫ বছর আগে এইদিনে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ধোনির, দেখুন ঝুলিতে কি কি রেকর্ড আছে

Advertisement

২০০৪ সালের আজকের দিনে এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিংহ ধোনির। অর্থাৎ আজ কে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ১৫ বছর পূর্ণ হলো। ক্যারিয়ারের শুরুর দিকে কিছু উত্থান-পতন ঘটলেও তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। খড়্গপুরে রেলের চাকরি করার পাশাপাশি ক্রিকেট প্র্যাকটিস করতেন তিনি। সেখান থেকে ভারতীয় ক্রিকেটে পদার্পণ করেন তিনি।

বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনি প্রসঙ্গে বলেন ২০০৩ বিশ্বকাপের আগে ধোনির সাথে আমার দেখা হলে হয়তো আমাদের ২০১১ পর্যন্ত অপেক্ষা করতে হতো না একদিনের বিশ্বকাপের ট্রফির জন্য। ২০০৩ এই সেটা ঘরে তুলতে পারতাম। প্রসঙ্গত ২০০৩ বিশ্বকাপে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এর পরেই ধোনি ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে দলে সুযোগ পান।

আরও পড়ুন : ধোনিকে টপকে ফোর্বস ইন্ডিয়ার শীর্ষস্থানে বিরাট কোহলি

২০১৪ সালের টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তিনি। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। হয়তো খুব শীঘ্রই তাকে আবার ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে। সেই আশায় বুক বেঁধে রয়েছেন তার অগণিত ভক্তবৃন্দ।

এখন পর্যন্ত ১৭২৬৬ আন্তর্জাতিক রানসহ মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে রয়েছে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি, একটি একদিনের বিশ্বকাপের ট্রফি ও একটি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এছাড়াও ক্যাচিং ও স্টাম্পিং মিলিয়ে উইকেটের পিছনে ৮২৯ শিকার রয়েছে তার। এছাড়াও তার নেতৃত্বেই ভারত প্রথম টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করে।

Related Articles

Back to top button