ভারতীয় ক্রিকেটের কথা বললেই যে মানুষটি প্রথমেই আসেন, তিনি হলেন ক্যাপ্টেন কুল। এই মানুষের ফ্যান লাখ লাখ ভারতবাসী। তিনি যে একজন খুবই বড় এবং মহান খেলোয়াড়, তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না। ভারতের গন্ডী পেরিয়ে বিদেশের মাটিতেও এই ক্রিকেটারের জনপ্রিয়তা বিশাল। প্রত্যেকেই বুঝে গিয়েছেন আজকের এই প্রতিবেদনে মহেন্দ্র সিং ধোনির কথা বলা হচ্ছে। ইতিহাস ঘাঁটলে জানা যায় ভারতের একমাত্র ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দেশকে উভয় ফরম্যাটে বিশ্বকাপ এনে দিয়েছে। তাইতো মহেন্দ্র সিং ধোনি সর্বদা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন।
ধোনির ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে প্রায়শই আলোচনা চলতে থাকে। এছাড়া এই মহান ক্রিকেটারের একটি বায়োপিকও তৈরি হয়েছিল। এই ভারতীয় ক্রিকেটারের অর্থের কোনো অভাব নেই। কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে মহেন্দ্র সিং ধোনি বর্তমানে প্রায় ৬০০-৭০০ কোটি টাকার মালিক। বাড়ি গাড়ি সম্পত্তি ফার্ম হাউস সবকিছুই রয়েছে এই তারকার কাছে। তবুও ধোনি নিজের পরিবারের সাথে খুব সহজ-সরল জীবনযাপন করে থাকেন।
মা বাবা, স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকেই নিয়েই থাকেন ক্যাপ্টেন কুল। কোটি কোটি টাকা আয় হলেও মাটির মানুষ মহেন্দ্র সিং ধোনি। এমনকি তিনি তার মেয়েকেও খুব সহজ-সরল জীবনযাপন করান। এত পরিমাণ সম্পত্তি এবং টাকা পয়সা থাকা সত্ত্বেও এমন সহজ সরল জীবনযাপন করার মানুষ খুব কম দেখা যায়। আর সেই অসম্ভবকেই সম্ভব করছেন ক্যাপ্টেন কুল।