Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mahindra Bolero: দীপাবলীর আগেই বাড়িতে নিয়ে আসুন মাহিন্দ্রার এই শক্তিশালী গাড়ি, দাম এবং ফির্চাস দেখলে মুগ্ধ হবেন আপনিও

আসন্ন দীপাবলীর আগেই যদি আপনি বাজার সেরা স্পোর্টস গাড়ি ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের সাথে এমন একটি…

Avatar

আসন্ন দীপাবলীর আগেই যদি আপনি বাজার সেরা স্পোর্টস গাড়ি ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের সাথে এমন একটি ধ্বংসাত্মক গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যার সামনে Creta-র মতো গাড়ির অহংকার চূর্ণ হয়েছে। আজ্ঞে হ্যাঁ, Creta-র অহংকার ভেঙে দিয়েছে সম্প্রতি ভারতের বাজারে নিজেদের সেরা স্পোর্টস লঞ্চ করেছে Mahindra And Mahindra।

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য মাহিন্দ্রার যে বিশেষ গাড়িটি সম্পর্কে বলতে চলেছি সেটি আর কিছু নয়, বরং সকল স্পোর্টস গাড়ির দম্ভচূর্ন করা গাড়ি মাহিন্দ্রা বোলেরো। সম্প্রতি একেবারেই ভিন্ন লুকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে মাহিন্দ্রা বোলেরো। ডিজাইন এবং পারফরম্যান্সের ক্ষেত্রে ভিন্ন অবতারে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে মাহিন্দ্রার এই ধ্বংসাত্মক গাড়ি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, নতুন মাহিন্দ্রা বোলেরো গাড়িতে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন মাহিন্দ্রা বোলেরো গাড়িটি ৯ সিটে সজ্জিত। পাশাপাশি শক্তিশালী এই গাড়িতে EBD সহ ABS, রিয়ার পার্কিং সেন্সর, Apple CarPlay/Android Auto সহ সাত ইঞ্চি টচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর এবং রিয়ার আর্মরেস্ট সহ বৈশিষ্ট্যগুলির সাথে লঞ্চ করা হয়েছে । এছাড়া আধুনিক প্রযুক্তির সাথে 1.5 লিটারের শক্তিশালী ইঞ্জিনও প্রদান করা হয়েছে দুর্দান্ত এই গাড়িতে। যদি মাইলেজের কথা বলি, তবে অনুমান করা হচ্ছে নতুন মাহিন্দ্রা বোলেরো প্রতি লিটার তেলে 27 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। যদিও নতুন এই সুপার গাড়িটির দামের কথা বলি, তবে এটির বাজার মূল্য ৭.৭৯ লাখ টাকা থেকে শুরু করে ১০.৯১ লাখ টাকা পর্যন্ত হয়।

About Author