ROYAL ENFIELD ও JAWA বাইকের বাজার শেষ করতে আসছে MAHINDRA-র এই নতুন বাইক, পাবেন পাওয়ারফুল ইঞ্জিন এবং দুর্দান্ত ফিচার
এই নতুন বাইকটি ভারতের বাজারে ঝড় তুলতে পারে বলে মনে করছেন অনেকে
BULLET ও JAWA কোম্পানির বাইকের মার্কেট খারাপ করতে এবারে বাজারে আছে মাহিন্দ্রা কোম্পানির এই জবরদস্ত বাইক। কম দামের মধ্যে এই বাইকটি আপনাকে দারুন দারুন কিছু ফিচার অফার করতে চলেছে। এই বাইকে আপনি দুর্দান্ত রেঞ্জ পেয়ে যাবেন। এর সাথেই আপনার জন্য থাকবে এমন কিছু ফিচার যা আপনি রয়েল এনফিল্ড এর দামি দামি বাইকে দেখতে পান। ফলে বলতে গেলে ক্রুজার সেগমেন্টের সবথেকে বড় খেলোয়াড় রয়েল এনফিল্ড কে সরাসরি টক্কর দিতে আসছে এই নতুন বাইকটি। চলুন দেখে নেওয়া যাক এই বাইকের সম্পর্কে বিস্তারিত।
আপনাদের জানিয়ে রাখি মাহিন্দ্রা কোম্পানিটি খুব শীঘ্রই এই দুর্দান্ত বাইকটিকে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। তবে এই বাইকটি কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোন ঘোষণা করা হয়নি। ভারতীয় বাজারে ২০২৪ সালের মধ্যে লঞ্চ করতে পারে এই নতুন বাইক। এই বাইকটিকে ভারতের ক্রুজার সেগমেন্টের সবথেকে ভালো বাইক হিসেবে সামনে আনা হচ্ছে। প্রথমবার মার্চ ২০২৩ সালে এই বাইকটি শোকেস করা হয়েছিল। মাহিন্দ্রা এই বাইকের নাম দিয়েছে BSA GOLD STAR 650।
এই বাইকে আপনারা পেয়ে যাবেন লিকুইড কুল টেকনোলজির উপরে আধারিত ৬৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ ভাল্ভ ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে একটি পুরনো লুক দেবার চেষ্টা করেছে মাহিন্দ্রা। এই বাইকে আপনি এমন কিছু ফিচার দেখতে পাবেন যা মূলত রেট্রো বাইকে দেখা যায়। এই বাইকে ৪৪ বিএইচপি পাওয়ার এবং ৫৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এরকম ইঞ্জিন দেওয়া হয়েছে। এর সাথেই একটি ৫-স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে এই বাইকে। এই বাইকের দাম মোটামুটি ৩.৫ লাখ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ভারতের বাজারে রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার ৬৫০ বাইকের সরাসরি মোকাবিলা হবে এই বাইকটির সঙ্গে। মনে করা হচ্ছে এই বাইকের ভিতরে এমন কিছু ফিচার আরো যুক্ত করা হবে যা রয়েল এনফিল্ড এতদিন পর্যন্ত দিয়ে থাকে তার এই বাইকের সাথে। ফলে টক্করটা দেখার মত হবে বলা চলে।