মালদা জেলা নিয়ে আজ তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মালদা জেলা কমিটির বেশকিছু নেতৃত্ব থাকতে চলেছেন। এছাড়াও থাকবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উচ্চপদস্থ বেশ কয়েকজন। জেলার পরিস্থিতি, নিচু তলার কমিটির সাংগঠনিক অবস্থা সবকিছু নিয়ে কথা হবে এদিন।
মালদা নিয়ে তৃণমূল কংগ্রেস বর্তমানে একটু চাপের মুখে রয়েছে। গত লোকসভা নির্বাচনে মালদা জেলার দুটি আসনেই হেরে গিয়েছে তৃণমূল। তারমধ্যে বিধানসভা ভিত্তিক খুব একটা ভালো ফলাফল মালদাতে নেই তৃণমূল কংগ্রেসের। অত্যন্ত হেভিওয়েট প্রার্থী মৌসম বেনজির নূর কে প্রার্থী করেও জিততে সফল হয়নি তৃণমূল কংগ্রেস। এই কারণে মালদা নিয়ে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা চিন্তার মধ্যে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী ইস্যু মালদার নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী অন্য দলে চলে গেলে মালদা জেলাতে তৃণমূল আরো সমস্যার মুখোমুখি হবে। যেহেতু মালদা জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী, তাই শুভেন্দু অধিকারী দল পাল্টে ফেললে অনেকটা চাপে পড়বে তৃণমূল।
সেই মুহূর্তে তৃণমূলে ভাঙ্গন দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়েছে। তবে, ২৮ তারিখ অর্থাৎ আজকের এই বৈঠকে অবশ্যই করে উঠে আসবে শুভেন্দু অধিকারীর ইস্যু। তাই রাজনৈতিক মহলের ধারণা, এই মিটিং ডাকা হয়েছে সম্পূর্ণরূপে শুভেন্দু পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। তবে তৃণমূল করছি পক্ষে তরফে জানানো হয়েছে এই বৈঠক নেহাতই রুটিন বৈঠক।