ক্রিকেটখেলা

মালিঙ্গার নয়া কীর্তি!

Advertisement

সুরজিৎ দাস: শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নিজেকে বার বার প্রমাণ করে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটে তার অবদান ঠিক কতোখানি। এদিন টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হওয়ার দিন চার বলে চার উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে মোট দুইবার চার বলে চার উইকেট নিলেন এই ইয়র্কার মাস্টার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একসঙ্গে এই দুই বিরল রেকর্ডের মালিক হন মালিঙ্গা। মালিঙ্গার দল ২-১ ব্যবধানে সিরিজ হারলেও শেষ ম্যাচে তার দৌলতে জয় এসেছে ৩৭ রানে। রেকর্ড হয়েছে আরও একটি প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে তিনি এখন দুটি হ্যাটট্রিকের মালিক। ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।

মালিঙ্গা এদিন কিউইদের টপঅর্ডারের চারজনকে ফেরান। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন তিনি। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান নেয় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় ওভারে মালিঙ্গা ম্যাজিক নিয়ে হাজির হন। তৃতীয় বলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির এক ইয়র্কারে কলিন মুনরোকে বিদায় করেন। এরপর ইনসুইঙ্গারে সাজঘর দেখান হামিশ রাদারফোর্ডকে। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জিতে যান তিনি। হ্যাটট্রিক পূরণ করেন দেখার মতো আরেকটি ইনসুইঙ্গারে এবার বোকা বনেন কলিন ডি গ্র্যান্ডহোম। ওভারের শেষ বলে রস টেইলরকে খুনে ইয়র্কারে ‘ডাকের’ অভিজ্ঞতা উপহার দেন তিনি।

Related Articles

Back to top button