ক্ষমতায় ফিরলে সব পরিবারকে মাসে ৫০০ টাকা দেবে তৃণমূল, ইশতেহার ঘোষণা মুখ্যমন্ত্রীর

১.৬ কোটি জেনারেল কাস্ট এর হাতে প্রতিমাসে ৫০০ টাকা করে পকেট মানি তুলে দেবে তৃণমূল

Advertisement

Advertisement

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের এইবারের বিধানসভা নির্বাচনের ইশতেহার। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহারে মূল বিষয়টা ছিল ন্যায়। আর এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, এবারের তৃণমূলের ভবিষৎ পরিকল্পনা। তৃণমূল নেত্রী বললেন, “খাদ্য-স্বাস্থ্য এবং শিক্ষা সবাই পাচ্ছে। তবে এবারে জেনারেল কাস্ট এর পরিবারকে মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি সংখ্যালঘু তপশিলি জাতি উপজাতিদের জন্য থাকবে প্রতি মাসে ১০০০ টাকা ভাতা।”

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবারে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে সকল পরিবারের আয় সুনিশ্চিত করবে তৃণমূল। বলেছেন, “বাংলায় মোটামুটি ১.৬ কোটি মানুষ রয়েছেন জেনারেল কাস্টে। আমরা ক্ষমতায় এসে লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের সাহায্য করেছি। এবার এই সাহায্য আমরা আরো প্রসারিত করব। সুনিশ্চিত করব সকলের ন্যূনতম মাসিক আয়।

এবার থেকে ১.৬ কোটি পরিবারকে প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে সরকারের তরফ থেকে। অর্থাৎ তারা বছরে পাবেন সর্বমোট ১২০০ টাকা। এটাকে আপনারা পকেটমানি হিসেবে ব্যবহার করতে পারেন। খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষা আপনারা বর্তমানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তবে যদি বাড়ির মেয়েদের হাতে টাকা না থাকে তাহলে তাদের অসুবিধা হয়। এই কারণেই এই সাহায্য করবে তৃণমূল।”

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এরকমই ইস্তাহার নিয়ে মাঠে নেমেছিল রাহুল গান্ধীর কংগ্রেস। সেই সময় তারা ন্যূনতম আয় যোজনা ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল, যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে তাহলে ২৫ কোটি কোটি পরিবারকে মাসে ৬,০০০ টাকা সাহায্য করা হবে। কিন্তু তাতে কিন্তু তেমন একটা চিড়ে ভেজেনি। একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি। অনেকটা একই রকম ইশতেহার নিয়ে এবারের নির্বাচনে মাঠে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি মমতা-ম্যাজিক কাজ করবে? নাকি হবে পালাবদল? অপেক্ষা এখন সময় এর।

Recent Posts