কৃষক আন্দোলনের সমর্থনে এইদিন মুখ খুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার নিয়ে এইদিন দাবি জানান তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে এইদিন এই নয়া আইনের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন যে যদি এই নয়া আইন অবিলম্বে প্রত্যাহার না করা হয় তবে রাজ্য এবং দেশজুড়ে আন্দোলনে নামা হবে।
এইদিন টুইটের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে বাক্যবাণ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী। এইদিন তিনি লিখেছেন,” কর্ষকদের জীবন এবং তাদের জীবিকা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ভারত সরকারকে অবিলম্বে কৃষি স্বার্থ বিরোধী আইন কে প্রত্যাহার করতে হবে। আর যদি তারা সেটা না করেন তবে রাজ্য জুড়ে আমরা আন্দোলনে নামব। আমরা প্রথম থেকেই এই কৃষি আইনের বিরুদ্ধে।”
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও লিখেছেন,”৪ ডিসেম্বর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করেছি। সেখানে আলোচনা হবে অত্যাবশ্যকীয় পণ্যের আইন নিয়ে। এই আইনের জন্য অনেকটাই সমস্যায় পড়েছেন মানুষ। এই আইন অবিলম্বে কেন্দের প্রত্যাহার করা উচিৎ।” এছাড়াও হুঁশিয়ারির সাথে তৃণমূল নেত্রী লেখেন,”ভারত সরকার সব কিছুই বেঁচে দিচ্ছে। তাই বলে তুমি রেল, এয়ার ইন্ডিয়া, কয়লা বিক্রি করে দিতে পার না। জাতীয় স্বার্থ বিরোধী এই নীতি অবশ্যই প্রত্যাহার করা উচিৎ। দেশের সম্পদকে আমরা বিজেপি দলের সম্পত্তি হতে দিতে পারব না।”
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করেছে আরও ৬ টি রাজ্য। তাদের দাবি, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই নতুন কৃষি আইন। আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই একই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরাও।”