একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বড় মার্জিনে বিজেপিকে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রী হয়েই তিনি অবশেষে কেন্দ্র সরকারের পিএম কিষান নিধি প্রকল্প চালু করার ছাড়পত্র দিলেন। জানা গিয়েছে, এই রাজ্যের এখনই প্রায় ১৪.৯১ লাখ চাষীদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা করে পাঠানো হবে। এমনকি এই বিষয় নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেন।
সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বাংলা নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনো অব্দি রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষীদের নাম নথিভুক্তকরণ হয়েছে। ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে ১৪.৯১ লাখ কৃষকদের তথ্য যাচাই করে নিয়েছে রাজ্য সরকার। সেই অ্যাকাউন্টগুলিতে এবার কেন্দ্রীয় সরকার নির্দ্বিধায় টাকা দিতে পারে। এছাড়াও তিনি বলেছেন যে আমি অনুরোধ করছি যাতে চাষীদের একাউন্টে টাকা গুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হোক। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে চাষীদের অ্যাকাউন্টে যাতে ৬০০০ টাকার বদলে ১০ হাজার টাকা দেওয়ার কথা ভেবে দেখা হয়।
জানা গিয়েছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার মমতাকে চিঠি পাঠিয়ে এই প্রকল্প ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য তার আগেই কাজ শুরু করে দিয়েছিলেন মমতা। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিসান নিধি প্রকল্প নিয়ে চাপানউতোর চললেও শেষ পর্যন্ত তা সমাধান হলো। এবার বাংলা কৃষকরা অন্যান্য রাজ্যের কৃষকদের মত কেন্দ্রের দেওয়া টাকা পাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই মমতার এমন জনদরদি কাজ দেখে অনেকেই প্রশংসা করেছে।