নিউজপলিটিক্সরাজ্য

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর মমতার, কাল থেকে তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Advertisement

একুশের নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব এখন চরমে। ভোটের আগে কোনো রাজনৈতিক দল অন্যকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এরইমধ্যে শাসকদলের হাল ধরতে সম্মুখ সমরে মাঠে নেমে পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার বিভিন্ন জেলায় জনসভা করছেন। কিছুদিন আগে বাঁকুড়া তারপর মেদিনীপুর এবং বনগাঁর পর এবার জনসভা করতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে এরকম জনসভায় রাজনৈতিকভাবে যে খুবই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

দক্ষিণবঙ্গে জনসভা করার পর এবার কাল ১৪ তারিখ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনদিন ধরে উত্তরবঙ্গে চলবে তার কর্মসূচি। কালকে বাগডোগরা বিমানবন্দরে নেমে দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছাবেন তিনি। সেখান থেকেই তিন দিন ধরে চলবে তার কর্মসূচি। তিনদিনে মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক জনসভা ও দলীয় কর্মসূচি আছে। তৃণমূলের সূত্র মারফত জানা গিয়েছে, কাল বিকালে গোর্খা জনমুক্তি মোর্চার সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে জলপাইগুড়ি শহরে জনসভা করবেন তিনি। তারপর বুধবার তিনি কোচবিহারে পৌঁছে যাবেন। সেখানে রাসমেলা ময়দানে একটি রাজনৈতিক জনসভা করবেন তিনি।

ইতিমধ্যেই তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করেছিলেন। প্রথমটি করেছিলেন বাঁকুড়া জেলায়। তারপরের জনসভা ছিল মেদিনীপুর জেলায় এবং ৩ দিন আগে মমতা বনগায় জনসভায় বক্তৃতা রেখেছিলেন। দক্ষিণবঙ্গে হাল অনেকটা ধরে নেওয়ার পর তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে গিয়ে একাধারে যেমন রাজ্যের উপর চলা কেন্দ্রের লাঞ্ছনা-বঞ্চনার কথা উল্লেখ করেছেন আবার একই সুরে বাংলা গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ হেনেছেন। সেই সাথে তিনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ নিয়েও বক্তব্য রেখেছেন বিভিন্ন জনসভায়। এছাড়াও মতুয়াপ্রীতি বাড়াতে সিএএ এর তীব্র বিরোধিতা করেছেন তিনি। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলায় থাকতে গেলে কোন কাগজ লাগবে না।

গতবছর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি ছিল উত্তরবঙ্গ। সেখানের বেশিরভাগ আসনের দখলে ছিল বিজেপি। তৃণমূল উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফল করে উঠতে পারেনি। তাই তৃণমূল সুপ্রিমো আর আগের ভুল করতে চায় না। তাই নিজে উত্তরবঙ্গে গিয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলা জয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গ যে বেশ গুরুত্বপূর্ণ তা বোঝে সব রাজনৈতিক দল। তাইতো দুদিন আগে বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরবঙ্গে গিয়েছিলেন। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে যে জনসভা করছে, তা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ।

Related Articles

Back to top button