Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সিপিএমের গদ্দাররা আজ বিজেপির ওস্তাদ হয়েছে’, কোতুলপুর থেকে মন্তব্য মমতার

Updated :  Monday, March 22, 2021 3:45 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচার উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন। তিনি প্রথমে কোতুলপুরের জনসভায় উপস্থিত হয় একপ্রকার স্মৃতিরোমন্থন করে উপস্থিত জনতাকে সিপিএম হার্মাদ বাহিনীর কথা মনে করিয়ে দিলেন। সেই সাথে তিনি গতকালকে প্রকাশিত বিজেপি ইশতেহারের প্রসঙ্গে বিদ্রুপ করে বললেন, “মমতাকে টুকলি করে কোন লাভ নেই।”

কোতুলপুরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতাকে সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “সিপিএম হার্মাদ বাহিনীর লোকেরা এখন বিজেপির নেতা। আর হার্মাদ বাহিনি থেকে যারা তৃণমূলে গাদ্দারি করতে এসেছিল তারাও এখন বিজেপিতে গিয়ে যোগদান করেছে। ওরা আগে প্রচন্ড অত্যাচার করেছে। বিক্রমপুরে আমাকে পুলিশ ঢুকতে দিত না। কিন্তু আমি সাহস করে এক পা এক পা করে ঢুকেছিলাম। আমার দিকে বন্দুক উঁচিয়ে রেখেছিল। গ্রামের মানুষজন ভয়ে পুকুরের জলে ডুব দিয়ে লুকিয়ে ছিল। আর সেই হার্মাদ বাহিনি এখন বিজেপির বড় নেতা। খানাকুল, জয়রামবাটি, আরামবাগ আমার কাছে নতুন নয়।”

এছাড়াও এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ইশতেহারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “মমতার টুকলি করে কতদিন চলবে। তৃণমূল মা ক্যান্টিন তৈরি করেছে, আর ওরা টুকলি করে অন্নপূর্ণা প্রকল্প তৈরি করেছে। আর চাল ডালের দাম অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু এটা ভাবেনি তাতে লাভ হবে না। দাম কমাতে হবে গ্যাসের। তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দেয়। কিন্তু সেই বিনামূল্যের চাল ফোটাতে অনেক টাকার গ্যাস কিনতে হচ্ছে। এবার গ্যাসের দাম না কমলে বৃহত্তর আন্দোলন হবে।”