অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনেকটা সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। আছেন অনেকটাই হাসিখুশিও। উডল্যান্ডস হাসপাতাল থেকে বেরিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সাথে একজন খেলোয়াড় কিভাবে এত কম বয়সে হৃদরোগের আক্রান্ত হলেন তা নিয়ে অনেকটাই চিন্তিত তিনি।
শনিবার তথা আজ ছটা নাগাদ উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। সেখানে তাকে নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও। তারা দেখা করেন সৌরভের সাথে। চিকিৎসকদের সাথে কথা বলেছেন তারা। পরে হাসপাতাল থেকে বেড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সৌরভ এখন ভালোই আছেন। মেজাজ টা অনেক হালকা। তিনি আরও বলেন,”আমি যেটা দেখলাম সেটা দেখে ভালোই লাগছে। বিছানায় বসে হাসছে সে। আমায় জিজ্ঞেস করল, আপনার শরীর ঠিক আছে তো? সৌরভ ভালো আছে।”
He (Sourav Ganguly) is fine now, he even spoke to me. I thank the hospital authority and doctors here: West Bengal CM Mamata Banerjee https://t.co/YQd6WB2o5r pic.twitter.com/fXwll8ZwFy
— ANI (@ANI) January 2, 2021
তবে মাত্র ৪৮ বছরে সৌরভের মতো একজন ফিট প্রাক্তন খেলোয়াড় হৃদপিণ্ডর সমস্যা হওয়া কিছুটা অবাক করার বিষয়। সেই কারণে অবাক হয়েছেন মমতা। সৌরভকে ‘আমাদের গর্ব’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,”কেউ ভাবতেই পারছেন না যে ঐটুকু বাচ্চা ছেলের এরম সমস্যা হতেই পারে।”সাথে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়ার এবং যাবতীয় পদক্ষেপের জন্য চিকিৎসকদের অনেকটাই প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী।
একইসাথে ক্রিকেটারদের নিয়মিত টেস্ট করানোর কথা মুখ্যমন্ত্রী এইদিন বলেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নাকি টেস্ট করিয়ে নেওয়া হয়না। সেই বিষয়কে সিএবির সভাপতিকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একা নয়, এইদিন তিনি ছাড়াও হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল। অন্যদিকে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার সাথেও কথা বলেছেন অফসাইডের মহারাজ। রিপোর্ট থেকে জানা গিয়েছেন যে অনেকটাই ভালো রয়েছেন তিনি। স্যুপও খেয়েছেন।