Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতার জন্য ভবানীপুর কেন্দ্র ছাড়ছেন শোভনদেব, আজই বিধায়কের পদ থেকে ইস্তফা

Updated :  Friday, May 21, 2021 2:00 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। নন্দীগ্রামে তার বিপক্ষে ছিল ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কিছুমাত্র ভোটের পার্থক্যে জয় হাসিল করে নেয় শুভেন্দু অধিকারী। তবে মমতা গড় ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় পদত্যাগপত্র জমা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। দলীয় সূত্রে খবর,  এই ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শোভনদেব চট্টোপাধ্যায় আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারপর তিনি জানিয়েছেন, “আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার ইচ্ছা এই ভবানীপুর কেন্দ্র থেকে ফেড লড়াই করে জিত হাসিল করুক মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হন মমতা। তারপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব। তবে বাংলাতেই আমি থাকতে চাই।”

শোভনদেব চট্টোপাধ্যায় বরাবর রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তাই শোভনদেব চট্টোপাধ্যায় রাসবিহারীর বদলে ভবানীপুরে প্রার্থী হন। তিনি বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াই করেন। সেই লড়াইয়ে বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। অন্যদিকে চলতি বছরে তাকে বিদ্যুৎ মন্ত্রী থেকে কৃষিমন্ত্রী করা হয়। তবে তিনি তার বিধায়ক পদ ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আসনে লড়াই করার আহ্বান জানিয়েছেন।