Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোটের আগে বর্ধমানে যাবেন মুখ্যমন্ত্রী, করবেন মাটি উৎসবের সূচনা

Updated :  Wednesday, February 3, 2021 11:04 PM

একুশে নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পর্ব প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছেন। এরই মধ্যে ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিনি ৪ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। এবার দলীয় সূত্রে জানা যাচ্ছে, তিনি আগামী ৯ ফেব্রুয়ারি যাবেন বর্ধমানে। সেদিন থেকেই সেখানে মাটি উৎসব শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে কৃষি যন্ত্র চালানো ও পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ এর প্রশিক্ষণ দেয়া হয়। এই সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করতেই বর্ধমানে যাবেন মুখ্যমন্ত্রী।

এই মাটি উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ কৃষিমন্ত্রী আশিষ বন্দোপাধ্যায় এই বিষয়ে বৈঠক করেছেন। তিনি আজ বলেছেন, “মুখ্যমন্ত্রী প্রত্যেকবারের মত এবারও মাটি উৎসবের সূচনা করবেন।” এছাড়াও দলীয় সূত্রে জানা গিয়েছে যে বর্ধমানের দিন মুখ্যমন্ত্রী কালনাতেও জনসভা করবেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যে যন্ত্রায়নে গুরুত্ব দিয়ে কৃষকদের চাষের খরচ কমিয়ে উৎপাদন বাড়বে। এতে কৃষকের আয় বৃদ্ধি হবে। আগে আধুনিক যন্ত্র চালানোর জন্য আগে ভিনরাজ্য থেকে চালকরা আসত। তাতে খরচ বেশি হত। তবে এবার মাটি উৎসবের মাধ্যমে কৃষকদের যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ পাবে।”

এছাড়াও ওই মাটি উৎসবে সেদিন কৃষি, প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য সহ একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। তারা সেদিন মমতার সাথে বৈঠক করবেন। কালনা ২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায় জানিয়েছেন, “ওইদিন বৈদ্যপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তারা ইতিমধ্যে প্রচার শুরু করেছেন মমতার জনসভার।”