নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিপক্ষে শুভেন্দু অধিকারী
তমলুক বা হলদিয়া প্রশাসনিক ভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার মনোনয়নপত্র জমা দেবেন
একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। নির্বাচন কমিশন ৮ দফায় বাংলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে প্রথম দফা ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুরু হয়ে গেছে। তবে এখনো অব্দি তৃণমূল কংগ্রেস কোন প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি মাসখানেক আগেই নন্দীগ্রামের জনসভাতে গিয়ে ঘোষণা করেছিলেন যে এবার নির্বাচনের নন্দীগ্রামের প্রার্থী হয়ে দাঁড়াবেন তিনি। আর এরপর সূত্র মারফত জানা গেছে যে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তিনি মনোনয়নপত্র পেশ করবেন।
নন্দীগ্রাম সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে এবারের নির্বাচনে তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়ে লড়তে চান। সেই সাথে তিনি তার পুরোনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে তিনি শুধুমাত্র নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। সে ক্ষেত্রে আগামী ১১ মার্চ তিনি তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে তার মনোনয়নপত্র পেশ করবেন। ইতিমধ্যেই এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল নেতাদের সাথে তার আলোচনা হয়ে গেছে। এছাড়াও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লিখন অব্দি শুরু হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মমতার নামে প্রচার করছে। আসলে নন্দীগ্রামের মত হেভিওয়েট জায়গায় তৃণমূল তাদের জয়ের রাস্তা প্রশস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে।
অন্যদিকে, নন্দীগ্রামে মমতা প্রার্থী হলে তার বিপক্ষ হিসেবে বিজেপিতে কে এই প্রশ্নে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। বিজেপি নন্দীগ্রাম কেন্দ্রে কাকে প্রার্থী করবে সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম সভা থেকে তার নন্দীগ্রামের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মমতা নন্দীগ্রামের নির্বাচনে দাঁড়ালে হাফ লাখ ভোটে হারাবো। সেই কথার ভিত্তিতে মনে করা যায় নন্দীগ্রামের আসনে শুভেন্দু অধিকারী মমতার বিপক্ষে গেরুয়া সৈনিক হয় দাঁড়াবেন। একুশে নির্বাচনে নন্দীগ্রামের এই হেভিওয়েট নির্বাচনী লড়াই দেখার জন্য উদগ্রীব গোটা বঙ্গবাসী।