নিউজপলিটিক্সরাজ্য

মমতা আর ক্ষমতায় ফিরবেন না, ডায়মন্ড হারবারের সভা থেকে বক্তব্য শোভনের

শোভনের (Sovan Chaterjee) দাবি, "অভিষেকের (Abhishek Banerjee) সব নির্বাচন আমি করিয়েছিলাম। এখন বুঝতে পারছি বাংলার কত বড় সর্বনাশ হয়েছে।

Advertisement

ডায়মন্ড হারবারে এদিন দলীয় কর্মসূচিতে গিয়ে পৌঁছলেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তার সাথে ছায়াসঙ্গী হিসেবে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( Baishakhi Banerjee)। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে ট্যাবলো করে রোড শো করার কথা থাকলেও তারা এদিন পায়ে হেঁটে তাদের সভা করলেন। এই সভাতে দেখা গেল রীতিমতো জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Baneejee) এর এলাকার ডায়মন্ড হারবারে বিজেপি কর্মসূচিতে এত মানুষের ঢল দেখে উচ্ছ্বসিত শোভন বৈশাখী।

শোভন চট্টোপাধ্যায় বলেন,” পায়ে হেঁটে মিছিল করতে হবে কারণ আমাদের ট্যাবলো যাওয়ার মত জায়গা নেই। যখন মানুষ রাস্তায় নেমে আসে তখন কোনো পথ থাকে না। আজ তৃণমূল মানুষকে পথ দেখাচ্ছে। এই পথে চলে মানুষ বিজেপিকে বরণ করে নেবে। শত বাধা শত প্রতিরোধ থাকা সত্ত্বেও আজ মানুষ রাস্তায় নেমেছে।”

শোভন দাবি করেছেন,” অভিষেকের সব নির্বাচন আমি করিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি বাংলার কত বড় সর্বনাশ হয়েছে। সেই প্রায়শ্চিত্ত করার জন্য এই জনসভা।’ এছাড়াও মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি বললেন,” মমতা (Mamata Banerjee) মানুষের থেকে অনেক দূরে। তৃণমূলে বছর সরকার করতে পারবে না।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন,” মমতা যেখান থেকে প্রার্থী হোক মানুষ আর তাকে বিধানসভায় নেবে না।”

তবে শুধুমাত্র শোভন চট্টোপাধ্যায় নন, এদিন কলকাতার বিজেপির সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন,” ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ।’ পায়ে হেঁটে কেন জনসভা, এই প্রশ্নের উত্তরে বৈশাখী বলেন,” এখানে আসার পথে আজ মানুষ আক্রান্ত হয়েছেন। যে মুহূর্তে আমরা এটা শুনেছি আমরা ঠিক করেছি এদের সঙ্গে পা মিলিয়ে সভাস্থলে যাব। এখানে সন্ত্রাস আছে। মানুষ সেই সন্ত্রাস এবং হিংসা উপেক্ষা করে এসেছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে ডায়মন্ডহারবারের মানুষ আমাদের সাথে আছেন।”

Related Articles

Back to top button