নিউজরাজ্য

জঙ্গিহানায় পাঁচ বাঙালির মৃত্যুতে কেন্দ্রকে তোপ মমতার

Advertisement

কাশ্মীরের কুলগামে অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ বাঙালির। মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা ওই ব্যক্তিরা শ্রমিকের কাজে কাশ্মীরে থাকতেন। জঙ্গিহানায় মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাপানউতোর সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি কুলগামে নিহতদের বাঙালি বলে মানতে নারাজ। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলগামের ঘটনায় সরাসরি কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করলেন।

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমানে সারা জম্মু ও কাশ্মীর জুড়ে কেন্দ্রের শাসন চলছে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কাশ্মীরে উপস্থিত হয়েছেন। এই সময়ে জঙ্গিহানায় পাঁচ বাঙালির মৃত্যুর দায় কেন্দ্রকেই নিতে হবে।’ প্রসঙ্গত, এই জঙ্গিহানায় পাঁচ বাঙালির মৃত্যু হলেও কোনরকমে বেঁচে যান এক ব্যক্তি।

এই ঘটনায় তিনি ব্যথিত বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েও ট্যুইট করেছেন তিনি।

Related Articles

Back to top button