Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় বড় কথা বলে রাজ্যে অশান্তি ছড়িয়ে চলে যান তাঁরা, বিজেপি নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Updated :  Friday, November 20, 2020 10:31 PM

সম্প্রতি সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। আর তা নিয়ে বিজেপি করছে রাজনীতি। বড় বড় কথা বলেন তারা। আর তারপরে রাজ্যে অশান্তি ছড়িয়ে চলে যান। নাম না করে দিলীপ ঘোষদের আক্রমণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এই কথা মুখ্যমন্ত্রী বলেন দই ঘাটে ছটপুজো উদ্বোধন করতে গিয়ে। অন্যদিকে তিনি আরও বলেন,” এইবার করোনা আবহে কোনও উৎসব ই বড় করে হয়নি। তাই ছট পুজো টা ও নিজের নিজের বাড়তেই করুন ছোট করে।”

আদালতের নির্দেশে এইবার ছটপুজো করা যাবেনা সুভাষ সরোবরে এবং রবীন্দ্র সরোবরে। তার বিকল্পে কোনও ব্যবস্থা কেন নেই। সেই বিষয়ে রাজ্য সরকারের ওপর সরব হয়েছিলেন রাজ্য বিজেপি। এইদিন রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার এইসব কথার বিষয়েই বিজেপির দিকে বাক্যবাণ ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এইদিন বলেন,” তারা শুধু বড় বড় কথা বলে আর চলে যায়।” তিনি বলেন ছটপুজো নিয়ে কারণ ছাড়া রাজনীতি করা হচ্ছে। রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। জলভরো জল ধর প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে ছট পুজোর জন্যই। এই প্রকল্পে ১,৫০০ পুকুর কাঁটা হয়েছে। সেখানে ছট পুজো করতে পারবেন ভক্তরা। এমটাই এইদিন দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ঐতিহাসিক ঘটনা ঘটেছে এইবার ছটপুজোয়। আদালত হতে নিষিদ্ধ করা হয় রবীন্দ্র সরবর এবং সুভাষ সরোবর। সুপ্রিম কোর্ট হতে নির্দেশিকা জারি করা হয়েছে এই নিয়ে। সাথে বলা হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ যাতে যথাযথ ভাবে এই নির্দেশ পালন করতে পারেন সেই বিষয়ে নজর রাখতে। সেই আদেশ মেনেই এইদিন কড়া পুলিশি নিরাপত্তা বহাল করা হয়। তারপরেই মুখ্যসচিব ঘরে বসেই ছটপুজো করা বা স্থানীয় পুকুর করার অনুরোধ করেছেন।

অন্যদিকে ছটপুজো করা নিয়ে বিভিন্ন উস্কানি মূলক মন্তব্য করতে দেখা গিয়েছে বিভিন্ন বিজেপি নেতাদের। এমটাই অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতাদের পক্ষ থেকে। তাদের মতে বিভেদের রাজনীতি তৈরি করছে বিজেপি নেতারা।