আগস্ট মাসে বাকি লকডাউন হবে ২৭,২৮ আর ৩১ তারিখ। সেদিন রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে সকাল ৬টা থেকে সন্ধ্যে পর্যন্ত চলবে লকডাউন। এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ পয়তাল্লিশ হাজার। আর এরমধ্যেই লকডাউন নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামি মাসে ৭, ১১ ও ১২ হবে সম্পূর্ণ লক ডাউন। এছাড়া আজ নবান্নের বৈঠকে তিনি জানান, আগামি মাস থেকেই চালানো হতে পারে লকডাউন।
এর পাশাপাশি তিন দিন করে চালানো হতে পারে বিমান পরিষেবা। কিন্তু স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই। সামাজিক দুরত্ব মানতে পারলে স্বাভাবিক ভাবেই চলবে ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে লকডাউন। ১৭ তারিখের ফের জানানো হবে পরবর্তী অবস্থা। নবান্ন থেকে জারি করা হয়েছিলো আগাস্ট মাসে ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ পালিত হবে কড়া লকডাউন। এই দিনগুলোতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্য কোনও গতিবিধি একদম নিয়ন্ত্রিত এবং নিষিদ্ধ। আগামি মাসেও যে কড়া লকডাউন চলবে সেই নিয়ে আজ সাফ মন্তব্য জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।