সোশ্যাল মিডিয়ায় সহজে ভাইরাল হয়ে প্রশংসা পাওয়া এখন একটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডকে হাতিয়ার করেই মাঝে মাঝে অনেকেই এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন যা দেখে অবাক হওয়া উচিত না তাকে বোকামি বলা উচিত সেই বিষয়ে দ্বন্দ্ব চলে। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা মঙ্গলবার তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন যুবক পাহাড়ের গভীর খাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছেন। তাঁর পায়ের কিছুটা অংশ পাথর ছুঁয়ে আছে। আর এমন অবস্থায় তিনি হঠাৎ করেই ব্যাকফ্লিপ দেন।
এরপর যখন তিনি ল্যান্ড করলেন একেবারে কানায় কানায় পাথর স্পর্শ করেন। তিনি যদি কয়েক সেন্টিমিটার দূরে পিছনে ল্যান্ড করতেন তবে তিনি নিশ্চিত খাদে পড়তেন। কিন্তু তিনি সুকৌশলে ঠিকভাবে মাটি স্পর্শ করেছেন। এর ফলে তাঁর কোনো বিপদ হয়নি। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই ভিডিওটি অন্য একটি টুইটার হ্যান্ডেল থেকে পেয়েছেন বলে জানান। সেই টুইটার হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করা হয় ৩০শে জানুয়ারি। সেখানে ভিডিওটি ৪০০০ বার দেখেছে মানুষ।
Just wondering if his act is to be admired or considered as stupidity !pic.twitter.com/HLsqAy6UBY
— Harsh Goenka (@hvgoenka) June 16, 2020
হর্ষের শেয়ারের পর ভিডিওটি ৩০ ঘন্টায় ৬৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অনেকে ওই যুবকের এই কাজকে প্রশংসা করলেও কিছুজন একে বোকামি বলে মন্তব্য করেছেন। গায়ক আদনান সামিও এটিকে বোকা বলে মন্তব্য করেন। কয়েকদিন আগেও এক শাড়ি পরিহিত মহিলার একটি নিখুঁত ব্যাকফ্লিপের ভিডিও ভাইরাল হয়।