টেক বার্তা

মাত্র ১৫ পয়সায় চলবে ১ কিলোমিটার পথ, বাজারে আসছে নতুন ইলেকট্রিক স্কুটার

Advertisement

সম্প্রতি বাজারে আসতে চলেছে এমন একটি বৈদ্যুতিন স্কুটার যেটি একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে টাকারও সাশ্রয় ঘটাবে। কারণ, ১ কিলোমিটার চলতে খরচ হবে মাত্র ১৫ পয়সা।  Ampere-এর ম্যানগাস প্রো মডেলের এই স্কুটারটির দাম পড়বে ৭৩,৯৯০ টাকা। সাথে গ্রাহকেরা পেয়ে যাবে তিন বছরের ওয়ারেন্টি।

আসুন জেনে নিন স্কুটারটির সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে –

১. স্কুটারটি ইকো মোডে ১০০ কিমি এবং স্কুজ মোডে একটানা ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। এছাড়া স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৫৫ কিমি।

২. এই স্কুটারটির গতি ১০ সেকেন্ডের মধ্যেই ০-৪০ কিমি পর্যন্ত উঠতে পারে ।

৩. এতে রয়েছে ৪৫০ মিমি ডিজিটাল ড্যাশবোর্ড সাথে স্টেপ টাইম সিট ও বুট স্পেসে রয়েছে এলইডি লাইট।

৪. উল্লেখযোগ্য ব্যাপার হল এই স্কুটারে ৫ ঘণ্টা টানা চার্জ দিলে মাত্র ১.৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সাথে এতে রয়েছে দ্রুত চার্জ দেওয়ার সুবিধা। শুধু তাই নয় এটির ব্যাটারিও খোলা যাবে ।

৫. এটিতে রয়েছে ইউএসবি চার্জার, কি-লেস এন্ট্রি ও অ্যান্টি-থেপ্ট অ্যালার্ম ।

৬. এই স্কুটারে চার্জ ধরে রাখারও ক্ষমতা এতোটাই ভালো যে শেষ ১০ শতাংশ চার্জ দিয়েও ১০ কিমি পর্যন্ত পথ যাওয়া যাবে।

Related Articles

Back to top button