Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Maruti Suzuki লঞ্চ করতে চলেছে Alto EV, হাতের নাগালে হবে দাম

Updated :  Sunday, August 13, 2023 10:05 AM

ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। আর বাজেট মূল্যের গাড়ির কথা এলে এই কোম্পানির সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির নাম হল Alto। এই গাড়ির ফ্যানবেস বিশাল ভারতের মার্কেটে। আর সেই কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক যুগে মারুতি সুজুকি লঞ্চ করতে চলেছে তাদের ধামাকাদর Alto EV গাড়ি। আপনি শুনলে অবাক হবেন যে Alto গাড়ির ৪৫ লাখ এর বেশি ইউনিট বিক্রি করেছে কোম্পানি। তাই Alto EV লঞ্চ হলে তা ভারতীয় মার্কেটে যে ব্যাপক সাড়া ফেলবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

মারুতি সুজুকি কোম্পানি এই গাড়ি প্রসঙ্গে কোনো অফিসিয়াল বিবৃতি না দিলেও সূত্র মারফত জানা গিয়েছে যে বাজেট মূল্যের ইলেকট্রিক গাড়ির বাজার দখল করতে লঞ্চ হতে চলেছে Alto ইলেকট্রিক ভ্যারিয়েন্ট। এটি সরাসরি প্রতিযোগিতা করবে Tata Nexon EV গাড়ির সাথে। কি থাকবে এই Alto EV গাড়ির স্পেসিফিকেশন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গোপন সূত্রে জানা যাচ্ছে যে Alto EV গাড়িতে ৩০ Kwh এর লিথিয়াম ব্যাটারী থাকবে যা পুরো চার্জ হতে ৫-৭ ঘণ্টা সময় নেবে। তবে ফাস্ট চার্জার দিয়ে এই গাড়ি মাত্র ১ ঘণ্টায় ৮০% চার্জ হয়ে যাবে। এতে থাকবে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। এতে ডুয়াল টোন ড্যাশবোর্ড, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিভাইস, পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা, অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার সিট বেল্ট, সিট বেল্ট অ্যালার্ট, এলইডি হেডলাইট এবং টেইল লাইট, নেভিগেশন, ব্লুটুথ, ওয়্যারলেস এর মতো অনেক বৈশিষ্ট্য থাকবে। আশা করা যাচ্ছে এই গাড়ি ৬ লাখ বা ৭ লাখ টাকার কম দামে লঞ্চ হবে।