টেক বার্তা

ভারতের বাজারে লঞ্চ হল নতুন Maruti Suzuki Swift CNG, ৮ লাখ টাকায় পেয়ে যাবেন এই গাড়ি

এই নতুন মারুতি সুজুকি গাড়িতে রয়েছে এমন কিছু ফিচার যা আগের তুলনায় এই গাড়িকে আরো আকর্ষণীয় করে তুলবে

Advertisement
Advertisement

বহুল প্রত্যাশিত সুইফট সিএনজি আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি কোম্পানিটি। এই গাড়ির দাম হতে চলেছে ৮.১৯ লক্ষ টাকা। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন উন্নত জ্বালানি, উন্নত টর্ক এবং অন্যান্য বেশ কিছু বৈশিষ্ট্য। নতুন মারুতি সুজুকি সিএনজি এই সিএনজি গাড়ির বাজারের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে চলেছে বলে খবর। Maruti suzuki লাইনআপে এই মুহূর্তে ১৪টি সিএনজি গাড়ি রয়েছে। মারুতি সুজুকি সুইফট সিএনজি চতুর্থ প্রজন্মের সুইফট পেট্রোল সংস্করণের সাথে চালু করা হয়েছিল। তবে পরে ২০২৪ সালের মে মাসে এই গাড়িকে নতুন করে চালু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় উন্নত জ্বালানি অর্থনীতির সাথে পরিবেশ বান্ধব গাড়িগুলির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য, এই নতুন গাড়িটির বাজারে নিয়ে আসা হবে।

Advertisement
Advertisement

নতুন ইঞ্জিনের সাথে পাওয়ার এবং পারফরম্যান্স বুস্ট

এই গাড়িতে একটি ১.২ লিটারের জেড সিরিজের ডুয়াল ভিভিটি ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন । এই ইঞ্জিনটি আপনাকে ৬৯.৭৫ ps শক্তি প্রদান করবে এবং ১০১.৮ এনএম টর্ক প্রদান করবে। পুরানো সুইফট সিএনজি ইঞ্জিনের তুলনায় এটা অনেক বেশি পাওয়ারফুল হবে। নতুন সংস্করণ আরো ভালো দক্ষতার উপরে ফোকাস করে তৈরি করা হয়েছে। তবে এই নতুন গাড়ির ট্রান্সমিশন আগের মতই হবে। এই গাড়িতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকতে চলেছে।

Advertisement

মাইলেজ ও অন্যান্য বৈশিষ্ট্য

এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ৩২ কিলোমিটার প্রতি কিলোগ্রামের মাইলেজ। এর আগের সিএনজি গাড়ির তুলনায় ৬ শতাংশ উন্নতি হয়েছে এই গাড়ির। এই নতুন সুইফট সিএনজি তিনটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, VXi, VXi(O), ZXi.। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.১৯ লক্ষ টাকা থেকে। সুইফটের অন্যান্য গাড়ির তুলনায় ৯০ হাজার টাকা বেশি দাম থাকবে এই গাড়ির।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button