Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লোনের কোন ঝামেলা নেই, ৬৫ হাজার টাকা দিয়ে বাড়িতে আনুন Alto 800

Updated :  Tuesday, September 5, 2023 3:35 PM

এবারে মাত্র ৬৫ হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন ALTO ৮০০ গাড়িটি। ভারতে যারা সস্তা দামের মধ্যে গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য একটা দারুন সুযোগ নিয়ে এলো মারুতি সুজুকি। ভারতে অনেকেই এমন আছেন যাদের গাড়ি কেনার ইচ্ছা থাকলেও বাজেট থাকে না। তাই তাদের জন্য ভালো কন্ডিশনের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা নিয়ে এসেছে মারুতি। দেশের সবথেকে সস্তা গাড়ি আপনি এখন আগের থেকে অনেক সস্তা দামে কিনতে পারছেন। বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে এই গাড়ি আপনি কিনতে পারবেন, এখানে গাড়ি কেনাবেচা এবং তালিকাভুক্ত করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

১. ওএলএক্স ওয়েবসাইটে এই মুহূর্তে ২০১০ সালের একটি alto গাড়ির মডেল তালিকাভুক্ত করা হয়েছে যা দিল্লিতে নিবন্ধিত। এই গাড়িটি আপনি কিনতে পারেন মাত্র ৬৫ হাজার টাকা দিয়ে। এখনো পর্যন্ত এই গাড়ির কন্ডিশন খুবই ভালো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই গাড়িতে আপনারা কোনোরকম ঋণ অথবা কোন অতিরিক্ত অফার পাবেন না।

২. দ্বিতীয় অফারটি অ্যাভেলেবেল রয়েছে কুইকার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ২০১১ সালের একটি বিশেষ মডেল পেয়ে যাবেন alto গাড়ির। এই গাড়িটি আপনি ১ লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন। এই গাড়িটির কন্ডিশন এখনো বেশ ভালো রয়েছে তবে এর সাথে কোন অফার বা প্লান আপনি পাচ্ছেন না।

৩. তৃতীয় গাড়িতে লিস্ট করা হয়েছে কার ট্রেড ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে ২০১২ সালের গুরুগ্রামের রেজিস্ট্রেশন বিশিষ্ট একটি alto গাড়ির মডেল রেজিস্টার করা রয়েছে। এই গাড়িটি আপনি দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে পারেন। তবে এই গাড়িতে আপনি সহজ ডাউন পেমেন্টের আর্থিক পরিকল্পনা ব্যবহার করতে পারেন। তাই যদি আপনি আর্থিক পরিকল্পনা ব্যবহার করেই কিনতে চান এই মডেল আপনার জন্য ভালো হবে।