Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২ লক্ষ টাকার কমে পেয়ে যান মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িগুলি, দেবে ৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ

Updated :  Sunday, January 8, 2023 2:12 PM

বিগত কয়েক বছর যাবত ভারতের প্রতিটি গাড়ির কোম্পানি তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছে। গাড়ির দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেকের গাড়ি কেনার স্বপ্ন সেই স্বপ্নই থেকে গিয়েছে। গাড়ির দাম বৃদ্ধি হওয়ার পিছনে গাড়ির কোম্পানিগুলি কারণ হিসেবে জানিয়েছে অন্তরাষ্ট্রীয় বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি। সেই কারণেই কাঁচামালের দামের পাশাপাশি সব ধরনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং তার ফলপ্রসূ এখন গাড়ির বিক্রির সংখ্যা অনেকটাই কমেছে।

এই কারণে কোম্পানি এখন তাদের বিভিন্ন গাড়ির মডেল এর দাম বৃদ্ধি করতে শুরু করেছে। তবে সকলের আয় কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। এখনো দেখতে গেলে ভারতের প্রতিটি মানুষের আয় প্রায় আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। তাই সকলেই এখন লো বাজেট গাড়ি কেনার কথা ভাবছেন। আপনিও যদি সস্তা গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন অফার। আপনাকে একটি এমন গাড়ির ব্যাপারে আজ আমরা জানাতে চলেছি যা আপনি অত্যন্ত কম দামের মধ্যে কিনতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি দিল্লিতে বিক্রি হচ্ছে এবং এটি একটি মারুতি alto গাড়ি। এই মুহূর্তে এই মারুতি অল্টো গাড়িটি সকলের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। মারুতি সুজুকি ট্রু ভ্যালু ওয়েবসাইটে এই গাড়িটি লিস্টেড রয়েছে এবং এখান থেকে আপনি এই গাড়ি কিনতে পারবেন। গাড়িটির কন্ডিশন এখনো পর্যন্ত যথেষ্ট ভালো এবং এই গাড়ির দাম দুই লক্ষ টাকার কমে। ২০১০ মডেলের মারুতি সুজুকি alto গাড়িটির দাম এই মুহূর্তে এই ওয়েবসাইটে রাখা হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার টাকা। ৫১ হাজার ৭৪৬ কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে এই গাড়িটি। এটি একটি সেকেন্ড ওনার পেট্রোল ইঞ্জিন গাড়ি, যেটিকে দিল্লিতে রেজিস্টার করানো হয়েছে।

অন্যদিকে ২০০৯ মডেলের একটি মারুতি সুজুকি alto গাড়ি এই মুহূর্তে ১ লক্ষ ৫৫ হাজার টাকা দামে লিস্টেড করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই গাড়িটি ৬৫ হাজার ৪৩০ কিলোমিটার চালানো হয়েছে। এই গাড়িটি একটি ফাস্ট ওনার পেট্রোল ইঞ্জিন গাড়ি যেদিকে রেজিস্টার করা হয়েছে দিল্লিতে। ২০০৯ মডেলের আরেকটি মারুতি সুজুকি alto ১ লক্ষ ২৪ হাজার টাকায় বিক্রি করার জন্য লিস্টেড করা হয়েছে। এই গাড়িটি এখনো পর্যন্ত ৯৫ হাজার ৮৩৮ কিলোমিটার চালানো হয়েছে। এটিও একটি ফাস্ট ওনার পেট্রল ইঞ্জিন গাড়ি। এইসব গাড়িগুলি আপনি খুব সহজেই মারুতি সুজুকি ট্রু ভ্যালু ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এবং নিজের গাড়ি কেনার স্বপ্ন সফল করতে পারবেন।