Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

TATA Punch সহ তিনটি গাড়িকে একাই শুইয়ে দেবে মারুতির নতুন গাড়ি, শো-রুমে উপচে পড়ছে ভিড়

Updated :  Monday, September 11, 2023 9:33 AM

মারুতি সুজুকি তার শক্তিশালী গাড়ির জন্য পরিচিত। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে যে মারুতি সুজুকি ভারতে সাব-কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে একটি নতুন গাড়ি চালু করার জন্য কাজ করছে। নতুন গাড়িটি এই সেগমেন্টে টাটা পাঞ্চ, সিট্রোয়েন সি ৩ এবং হুন্দাই এক্সটারের মতো গাড়িগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রসঙ্গত, ১০ লক্ষ টাকার কম দামের গাড়ির জন্য ভারতীয় বাজারে একটি বড় অংশ রয়েছে। সম্প্রতি, হুন্দাইয়ের এক্সটার এই সেগমেন্টে নতুন গাড়ি। এছাড়াও সিট্রোয়েন সি ৩ এয়ারক্রস উন্মোচন হয়েছে ইতিমধ্যে। তবে অনেকেই ভারতে নতুন মারুতি সুজুকি হাসলার লঞ্চ হওয়ায় জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো চলুন জেনে নেওয়া যাক সুজুকির এই গাড়ি সম্পর্কে।

আন্তর্জাতিক বাজারে গাড়িটি কি-লেস এন্ট্রি, পাওয়ার উইন্ডো এবং পাওয়ার মিরর সহ পাওয়া যায়। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ। এ ছাড়া এতে রয়েছে এবিএস সিস্টেম। এটি কোম্পানির ৫ আসনের গাড়ি এবং সিভিটি ট্রান্সমিশন রয়েছে। এই গাড়িতে রয়েছে আটটি আকর্ষণীয় কালার অপশন। মারুতি সুজুকি হাসলারের হুইলবেস ২৪৩৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি। এটি রাস্তায় নিয়ন্ত্রণ করা বেশ সহজ এবং রাইড এক্সপিরিয়েন্স ভালো। গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিভার্স পার্কিং সেন্সর, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো উন্নত ফিচার রয়েছে গাড়িতে।

Maruti hustler

বর্তমানে বিশ্ব বাজারে এই গাড়িটিকে অনেকেই পছন্দ করেছেন। মারুতি সুজুকি হাসলার একটি 660 সিসি ইঞ্জিন দ্বারা চালিত। বর্তমানে গাড়িটি LXi, VXi, ZXi, ZXI+ এবং Alpha মোট পাঁচটি ভ্যারিয়েন্ট সহ বাজারে পাওয়া যায়। জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যেই এই গাড়ির ইলেকট্রিক ভার্সন আসবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকি হাস্টলার বিশ্ব বাজারে ২৩ থেকে ৩২ কিমি/লিটার মাইলেজ প্রদান করছে। এটি ৫২ এইচপি পাওয়ার এবং ৬৩ এনএম টর্ক উত্পাদন করতে সক্ষম। গাড়িটির দৈর্ঘ্য ৩৩৯৫ মিমি, প্রস্থ ১৪৭৫ মিমি এবং উচ্চতা প্রায় ১৬৬০ মিমি।

মারুতি সুজুকি হাসলারের এক্স-শোরুম মূল্য ভারতীয় বাজারে ৬.৯৯ লক্ষ টাকা শুরু হয়ে এবং ১০.৪৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে, নতুন আপডেটেড ভার্সনের সঙ্গে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালে এই গাড়িটি ভারতীয় বাজারে নিয়ে আসা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।