টেক বার্তা

Maruti Suzuki Jimny: প্রথম ২ দিনেই বুক তিন হাজার গাড়ি, মারুতি সুজুকির এই গাড়ি দেখে চমকে গেলেন মার্সিডিজ ব্যবহারকারীরাও

এই সেগমেন্টে মাহিন্দ্রা থারের সঙ্গে প্রতিযোগিতা করবে এই গাড়িটি

Advertisement

চলতি সপ্তাহের শুরুতে বড় ঘোষণা করে দিল মারুতি সুজুকি। ভারতের বাজারে এবার লঞ্চ হতে চলেছে নতুন পাঁচ দরজা বিশিষ্ট মারুতি সুজুকি জিমনি। শুধু ভারত নয় বিশ্বের বেশ কিছু দেশে এই গাড়ি নিয়ে আসা হবে। তবে লঞ্চ হবার আগেই সকলের নজর কেড়েছে এই গাড়ির রাফ অ্যান্ড টাফ লুক। নতুন জিমনি দেখতে দুর্দান্ত। বলতে গেলে মার্সিডিসের G-ওয়াগন আর হামারের ছোটো সংস্করণ এটি।

এর আগে তিন দরজা বিশিষ্ট জিমনি নিয়ে সবার মধ্যে বেশ আগ্রহ ছিল। তবে দুই পাশে মাত্র দুটি দরজা থাকায় সেটি ফ্যামিলি কার হিসেবে খুব একটা প্র্যাকটিক্যাল ছিল না। তবে এবারের জিমনিতে আপনারা পেয়ে যাবেন পাঁচটি দরজা। সাধারণ গাড়ির মতো ব্যবহার করা যাবে এই গাড়িকে। সিট এবং ফিনিশের দিকে বেশ জোর দিয়েছে মারুতি সুজুকি। গাড়ির লুক বেশ প্রিমিয়াম করা হয়েছে।

লঞ্চের আগেই নেক্সা ডিলার এবং অনলাইনের মাধ্যমে এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে জোর কদমে। নতুন জিমনি গাড়ির এতটাই বেশি চাহিদা আছে মাত্র দুদিনের মধ্যে ৩০০০ টি গাড়ি বুকিং করা হয়েছে। এখন বুক করলে এই গাড়ি আপনি তিন মাস পরে ডেলিভারি পাবেন। এই সেগমেন্টে মূলত মাহিন্দ্রা থারের সঙ্গে প্রতিযোগিতা করবে মারুতি সুজুকি জিমনি। মাহিন্দ্রা থারের ক্রেতাদের মধ্যে একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাদেরকে কি নতুন জিমনির মাধ্যমে ছিনিয়ে নেবে মারুতি? সেটাই এখন বড়ো প্রশ্ন।

Related Articles

Back to top button